কোভিড-১৯ পরিস্থিতির কারণে আটকে পড়া বাংলাদেশিদের ভিসার মেয়াদ আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সৌদি আরবে ফ্লাইট চালু হওয়ার পরে ওই দেশে ঢোকা নিয়ে উদ্বিগ্ন ছিলেন বাংলাদেশিরা। কারণ, তাদের অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। নতুন এই নির্দেশের ফলে অনেকেই এখন সেখানে যেতে পারবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, সৌদি আরবে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত আছেন।