আজ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সময় : বিকাল ৩:৩৩

বার : বৃহস্পতিবার

ঋতু : গ্রীষ্মকাল

খালেদা জিয়াতো কাউকে খুন করেননি: জাফরুল্লাহ চৌধুরী

খালেদা জিয়াতো কাউকে খুন করেননি: জাফরুল্লাহ চৌধুরী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘জামিন পাওয়া মানবিক ও নৈতিক অধিকার’ মন্তব্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘এই হাইকোর্টেই এর উদাহরণ আছে— স্ত্রীকে গলা কেটে হত্যা করায় এক রিকশাওয়ালার ফাঁসি হয়েছিল। তারপরও কয়েক সপ্তাহের জন্য জামিন পেয়েছিল সে। আর খালেদা জিয়া তো কাউকে খুন করেননি। আমি মনে করি ন্যায়ের খাতিরে খালেদা জিয়ার জামিন দেওয়া উচিৎ এবং তার বেরিয়ে (মুক্তি পাওয়া) আসা উচিৎ।’

বুধবার (২৩ মার্চ) দুপুরে সাভারের গণবিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়টিরও অন্যতম ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

‘ডা. জাফরুল্লাহ বিএনপির কেউ না’— সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মির্জা ফখরুল কী বলেছেন তাতে তো আমার কিছু করণীয় নাই। তারা যদি হারিকিরি (আত্মহননের প্রাচীন জাপানি প্রথা) করতে চান, আমি কি বলবো! আমি বলতে চাই, আন্দোলন করে দলীয় সরকারের অবসান ঘটাতে হবে। নির্বাচনে সবাইকে অংশ নিতে হবে। নির্বাচন কমিশনকে তাদের মেরুদণ্ড সোজা করে ন্যায়ের পাশে দাঁড়াতে হবে। তারা যদি তা ডেলিভার করতে না পারেন, তাদের পদত্যাগ করা উচিৎ হবে।’

দেশে এখন কেউ অনাহারে নেই স্বীকার করেই ডা. জাফরুল্লাহ বলেন, ‘দেশ আবারও দুর্ভিক্ষের মতো চলছে। এখন অবশ্য অনাহারে কেউ নেই। এটা পরিষ্কার করে বলতে চাই এখন কেউ অনাহারে নেই। রাস্তার ওপর দাঁড়িয়ে টিসিবির পণ্য নেওয়া অত্যন্ত অপমানজনক। আমি বারেবারে বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি রেশনিং করেন। সিন্ডিকেট না ভাংতে পারলে ধনী-দরিদ্রের বৈষম্য বাড়বে।’

গণ বিশ্ববিদ্যালয়ের একটি আলোকচিত্র প্রদর্শনী উৎসবের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন গবি উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, বিশিষ্ট অনুজীব বিজ্ঞানী ড. বিজন কুমার শীল, গণস্বাস্থ্য কেন্দ্রের সিইও ডা. মনজুর কাদির আহমেদ, জাতিসংঘ জনসংখ্যা পুরস্কারে ভূষিত প্রথম বাংলাদেশি নারী ডা. হালিদা হানুম আক্তার, আলোকচিত্রশিল্পী হাসান সাইফুদ্দীন চন্দন, ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের প্রচ্ছদে উপস্থাপিত প্রথম বাংলাদেশি আলোকচিত্রশিল্পী কে এম আসাদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category