আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সময় : ভোর ৫:২৯

বার : শুক্রবার

ঋতু : গ্রীষ্মকাল

জ্বালানির দাম স্থিতিশীল রাখার জন্য তহবিল গঠনের প্রস্তাব

জ্বালানির দাম স্থিতিশীল রাখার জন্য তহবিল গঠনের প্রস্তাব

গ্যাস বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাবিত দাম নাকচ করে দিয়ে জ্বালানির দাম স্থিতিশীল রাখার জন্য তহবিল (প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড) গঠনের প্রস্তাব করেছে কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব। জ্বালানি নিরাপত্তা তহবিল বিলুপ্ত করে এই ফান্ড করার কথা বলেছেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা শামসুল আলম।

বুধবার (২৩ মার্চ) রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং বাখরাবাদ গ্যাস কোম্পানির প্রস্তাবিত গ্যাসের দামের ওপর গণশুনানি করে বিইআরসি।

শুনানিতে ক্যাবের পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয়। শুনানিতে অংশ নেওয়া অন্য স্টেক হোল্ডাররাও এই প্রস্তাবকে সমর্থন করেন।

শামসুল আলম বলেন, ‘২০০৯ সালে যে পরিমাণ টাকা ছিল তিতাস গ্যাস কোম্পানির, গত কয়েক বছরে সে টাকা ৪ থেকে ৫ গুণ বৃদ্ধি পেয়েছে। গ্যাস সংযোগ বন্ধ, গ্রাহকদের ঠিক মতো গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। তিতাসের নিজের অভিযোগ— প্রচুর বকেয়া পড়ে আছে। এ অবস্থায় এই টাকা কোথা থেকে আসছে। টাকা তো কমে যাওযার কথা, কিন্তু টাকা বেড়েই যাচ্ছে। এর অর্থ হচ্ছে টাকা তছরুপ হচ্ছে, এটা একেবারে নিশ্চিত।’

তিনি বলেন, ‘তিতাস সিস্টেম লসের কথা বলছে মাত্র ২ ভাগ। কিন্তু কমিশনের মূল্যায়ন কমিটি তাদেরই অডিট রিপোর্ট থেকে সিস্টেম লস বের করেছে ১২ দশমিক ৯৬ ভাগ। এত বড় পার্থক্য কীভাবে হলো, সেটাও এখন প্রশ্নবিদ্ধ।’

তিনি তিতাসের কমকতাদের উদ্দেশে বলেন, ‘আপনারা সেবা প্রতিষ্ঠান সেবা দেবেন, গ্রাহকের কাছ থেকে টাকা নেবেন। নিজেদের উন্নয়ন প্রকল্পের জন্য গ্রাহকের কাছে টাকা চান কীভাবে?’

শামসুল আলম আরও বলেন, ‘তিতাসের প্রস্তাবিত দাম বাতিল করে বর্তমান দাম অপরিবর্তিত রাখার প্রস্তাব করছি আমরা। পাশাপাশি তিতাসের কাছে থাকা উদ্বৃত্ত টাকা কমিশনে জমা দেওয়ার কথাও বলছি।’

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক নুরুল ইসলাম বলেন, ‘গ্যাস চুরি বন্ধ করতে প্রিপেইড মিটারের কথা বলা হচ্ছে। তা স্থাপনে তিতাসের যে গতি, তাতে সব মিলিয়ে ২০/২৫ বছর লাগবে বলে মনে হচ্ছে। আর ওই সময় দেশের গ্যাসের পরিস্থিতি কী হবে তা এখন বলা মুশকিল।’

তিনি আরও বলেন, ‘গ্যাসের লিকেজ থেকে ইদানিং প্রচুর দুর্ঘটনা ঘটছে। অনেক মানুষ মারা যাচ্ছে। কমিশনের উচিত এই ঘটনাগুলোর বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা।’ মৃত ব্যক্তিদের জন্য ৫ লাখ টাকা ফান্ড করার প্রস্তাব দেন তিনি।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক সমাজের মো. মহিউদ্দিন, বিটিএমএ’র প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন, অধ্যাপক আমিরুল ইসলাম, সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারহান নুর, বসুন্ধরা এলপিজির হেড অব সেলস জাকারিয়া জালালসহ আরও অনেকে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) কর্ণফুলী গ্যাস কোম্পানি এবং জালালাবাদ গ্যাস কোম্পানির প্রস্তাবিত দামের ওপর শুনানি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category