আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সময় : দুপুর ১২:০৩

বার : বুধবার

ঋতু : গ্রীষ্মকাল

আপনাদের জবাবদিহি করতে হবে, ডিএমপি কমিশনারকে মির্জা ফখরুল

আপনাদের জবাবদিহি করতে হবে, ডিএমপি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলামের মন্তব্যের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগই শেষ নয়। এ ধরনের মন্তব্যের জন্য আপনাদের হিসাব দিতে হবে। কী করে একজন পুলিশ কমিশনার এ ধরনের কথা বলছেন। এটা শুনে আমরা বিস্মিত হয়েছি।’

সোমবার (২৮ মার্চ) বিকালে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) আয়োজিত ‘আওয়ামী লীগের অপশাসন, দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘সরকারি কর্মকর্তা হয়ে তারা সম্পূর্ণভাবে রাজনৈতিক, অশালীন ও শিষ্টাচারবহির্ভূত কথা বলতে পারেন, সেটা আমরা চিন্তাও করতে পারছি না। এই জায়গায় নিয়ে এসেছে আওয়ামী লীগ সরকার। আপনারা মনে করবেন না যে আওয়ামী লীগই শেষ। অবশ্যই পরিবর্তন হবে। সেই পরিবর্তনে আপনাদের জবাবদিহি করতে হবে।’

সরকারি কর্মকর্তাদের এমন আচরণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর লজ্জাজনক নিষেধাজ্ঞা আসে মন্তব্য করে তিনি বলেন, ‘সরকারের বেআইনি হুকুম তালিম করতে গিয়ে সরকারি প্রতিষ্ঠানকে আপনারা নিষেধাজ্ঞার আওতায় নিয়ে এসেছেন। বাংলাদেশের জনগণ এটাতে লজ্জিত হয়েছে। এটা আমাদের জন্য লজ্জা। আমাদের একটা প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। সেটাও মানবাধিকার লঙ্ঘনের কারণে।’

সংসদে জনগণের দুর্ভোগ, সরকারের দুর্নীতি নিয়ে কোনও প্রশ্ন ওঠে না মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা একটা ভয়াবহ অবস্থায় আছি। আজকে দ্রব্যমূল্যের হিসাবটা আপনারা এখানে দিয়েছেন, দুর্নীতির যে হিসাবটা আপনারা দিয়েছেন; এগুলো যদি সঠিকভাবে লক্ষ করা হয়, তাহলে শিহরে উঠতে হয়। যে দেশের মানুষ এত কষ্ট করে, দিনরাত পরিশ্রম করে উপার্জন করছে, সেই দেশের লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। আশ্চর্যের বিষয় হচ্ছে, এসবের কোনও জবাবদিহি নেই। সংসদে এসব নিয়ে কোনও প্রশ্ন ওঠে না। কারণ, এই সংসদে জনগণের প্রতিনিধিত্ব নেই।’

মির্জা ফখরুল বলেন, ‘আপনারা দেখেছেন নিশ্চয়ই, ঢাকা থেকে টরন্টো (কানাডা) সরাসরি ফ্লাইট করেছে। একটা ট্রায়াল ফ্লাইট হয়েছে। এখন চালু করবে। গতকালই বিমানের যারা কর্মকর্তা আছেন, তারা বলছেন যে এই ফ্লাইটটা কেন করা হলো আমরা জানি না। কারণ এটা কোনোমতেই ভায়াবেল ফ্লাইট নয়।’

অ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি আখতার হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব আসাদুজ্জামান চুন্নুর সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন পেশাজীবী নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কাদের গনি চৌধুরী, আশরাফ উদ্দিন বকুল, রফিকুল ইসলাম, আবদুল হালিম, ফখরুল আলম, অ্যাবের সহ-সভাপতি রিয়াজুল ইসলাম রিজু, সাধারণ সম্পাদক হাছিন আহমেদসহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category