আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সময় : দুপুর ১:১৩

বার : শুক্রবার

ঋতু : গ্রীষ্মকাল

রোজায় শিল্পী সমিতির মাসব্যাপী আয়োজন

রোজায় শিল্পী সমিতির মাসব্যাপী আয়োজন

রবিবার (৩ এপ্রিল) থেকে শুরু হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের মহিমান্বিত মাস রমজান। এ উপলক্ষে রোজার প্রথমদিন থেকে শেষ দিন পর্যন্ত বিশেষ আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। 

জানায়, সমিতির উদ্যোগে হবে মাসব্যাপী ইফতার। এর আগে শুধু সদস্যদের জন্য এমন আয়োজন হয়ে থাকলেও এবার চলচ্চিত্রের সকল কলাকুশলীদের ইফতার করাবে শিল্পী সমিতি।

এফডিসি স্টাডিরুমে (সমিতির কার্যালয়) এই আয়োজন হবে। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক।

তিনি বলেন, ‘শিল্পী সমিতির সদস্যরাই নন, সিনেমা সংশ্লিষ্ট সকলেই আমাদের সঙ্গে ইফতার করার সুযোগ পাবেন। এ জন্য ইফতারের ফান্ড বাড়ানো হয়েছে। আর এটি তৈরি করা হয়েছে সমিতির সক্রিয় কেবিনেট মেম্বারদের চাঁদার মাধ্যমে।’

জানা যায়, সম্প্রতি সমিতির কার্যকরী পরিষদের এক মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাইমন আরও জানান, ঈদকে সামনে রেখে উপহার সামগ্রীর ব্যবস্থাও করবে সমিতি। এটি সব সদস্যদেরই দেওয়া হবে। এছাড়া অসহায় শিল্পীদের জন্য থাকবে বিশেষ সাহায্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category