আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সময় : সকাল ৯:৩২

বার : বুধবার

ঋতু : গ্রীষ্মকাল

নির্বাচনকালীন সরকার নিয়ে মতবিরোধ হলে আত্মঘাতী হবে: মান্না

নির্বাচনকালীন সরকার নিয়ে মতবিরোধ হলে আত্মঘাতী হবে: মান্না

বর্তমান স্বৈরাচার সরকারের পদত্যাগের পর এমন একটি সরকার গঠন করতে হবে, যারা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব স্তরকে ঢেলে সাজাবে। নির্বাচনকালীন সরকার নিয়ে মতবিরোধ হলে তা হবে আত্মঘাতী। সোমবার (৪ এপ্রিল) নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির এক সভায় নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে মতামত দিতে গিয়ে দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন।

দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাকিব আনোয়ার জানান, দেশের সার্বিক রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়।

মান্না বলেন, ‘এমন একটি সরকার গঠন করতে হবে যারা দুর্নীতি রোধ করবে, রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করার উপযোগী করবে; জনগণের সাংবিধানিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ফিরিয়ে দেবে। কেবল তখনই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে।’

তিনি বলেন, ‘বর্তমান অবৈধ ক্ষমতাসীন সরকারকে অপসারণ করতে প্রয়োজন সব বিরোধী শক্তির ঐক্যবদ্ধ আন্দোলন। সেই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন নিশ্চিত করে আন্দোলনকারী শক্তি পারস্পরিক আলোচনার মাধ্যমে পরবর্তী সরকারের কাঠামোর বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

মান্না মনে করেন, ‘এই মুহূর্তে পরবর্তী সরকারের রূপরেখা নিয়ে বিরোধী শক্তির মধ্যে মতবিরোধ তৈরি করলে তা হবে আত্মঘাতী, যা কেবল স্বৈরাচার সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সহায়ক হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category