আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সময় : সন্ধ্যা ৭:২৪

বার : বৃহস্পতিবার

ঋতু : গ্রীষ্মকাল

ব্রিটিশ প্রধানমন্ত্রীর রাশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা

ব্রিটিশ প্রধানমন্ত্রীর রাশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের রাশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জনসন ছাড়াও তার প্রশাসনের আরও ১২ জনের ওপরও একই নিষেধাজ্ঞা জারি করেছে পুতিন প্রশাসন। তালিকায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস, প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এবং স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের নামও রয়েছে। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন যুদ্ধে যুক্তরাজ্যের ‘শত্রুভাবাপন্ন’ অবস্থানের কারণে  বরিস জনসন এবং দেশটির অন্যান্য সিনিয়র মন্ত্রীদের রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

মস্কো বলছে, ইউক্রেনে অভিযান শুরুর পর থেকে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার প্রতিশোধ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত মার্চে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধেও একই ধরনের নিষেধাজ্ঞা জারি করে মস্কো।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, লন্ডনের রাজনৈতিক প্রচারণার উদ্দেশ্য হচ্ছে রাশিয়াকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করে মস্কোর অর্থনীতির গলা চেপে ধরা। দেশটির এমন অবস্থানের কারণেই নিষেধাজ্ঞা আরোপের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category