আজ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সময় : রাত ৮:০২

বার : মঙ্গলবার

ঋতু : গ্রীষ্মকাল

ঋণের টাকা পরিশোধ করতে না পেরে নিজ দোকানে ‘আত্মহত্যা’

ঋণের টাকা পরিশোধ করতে না পেরে নিজ দোকানে ‘আত্মহত্যা’

মাদারীপুরের কালকিনিতে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে মো. জাকির হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ এপ্রিল) সকালে উপজেলার রমজানপুর ইউনিয়নের দক্ষিণ জজিরা গ্রামে এ ঘটনা ঘটে।

ওই ব্যবসায়ী একই গ্রামের হামেদ খান হাটে আত্মহত্যা করেন। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত জাকির হোসেন একই এলাকার আব্দুল খালেক হাওলাদারের ছেলে।

এলাকাবাসী, পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জাকির হোসেন দীর্ঘদিন ধরে রমজানপুরের হামেদ খান হাটে ওয়ার্কশপ ও হার্ডওয়্যারের দোকান করে আসছেন। তার ব্যবসার কাজে টাকার প্রয়োজন হওয়ায় বেশ কিছু পরিচিত লোকজন ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নেন। তিনি ঋণের টাকার কিস্তি ও পাওনাদারদের টাকা পরিশোধ করতে না পারায় সকালে তার ওয়ার্কশপের দোকানের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে কালকিনি থানার ওসি মো. ইশতিয়াক আসফাক রাসেল বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category