আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সময় : বিকাল ৩:৫৯

বার : শুক্রবার

ঋতু : গ্রীষ্মকাল

মানিকগঞ্জ সমিতি নর্থ আমেরিকা’র নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

মানিকগঞ্জ সমিতি নর্থ আমেরিকা’র নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

 

নিউইয়র্ক: গত ২৬ জুন রোববার মানিকগঞ্জ সমিতি নর্থ আমেরিকা’র নবনির্বাচিত কমিটির অভিষেক উডসাইডের গুলসান ট্যারেসে অনুষ্ঠিত হয়েছে। বিশাল কলেবরের কার্য্যকরি কমিটির  সদস্য আজীবন সদস্য এবং মানিকগঞ্জবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলন মেলায় পরিণত হয়। নিবির রহমানের কোরআন তিলওয়াত ও পিয়াল সাহার গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়॥ আহবায়ক মোসলেহ উদ্দিন খান সেলিম ও সদস্য সচিব মোঃ রাশেদ মিয়া তাদের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করেন সদ্য বিদায়ী কমিটির সভাপতি এ এইচ খন্দকার জগলু ও সাধারণ সম্পাদক সদানন্দ হালদার নতুন  কমিটির নিকট  দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে শুরু হয় মুল অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কমিউনিটির পরিচিত মুখ উৎসব গ্রুপের সিইও রায়হান জামান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির প্রাক্তন সভাপতি নার্গিস আহমেদ, কার্য্যকরি পরিষদ ও উপদেষ্টা পরিষদের তিরাশি জনের বিশাল কমিটিকে শপথ বাক্য পাঠ করান সমিতির প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি তৈয়েবুর রহমান হারুন,শপথ গ্রহনের পর সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে সাধারন সম্পাদক খন্দকার এফ করিমের সঞ্চাালনে অতিথিদের বক্তব্য শুরু হয়।

বক্তব্য রাখেন প্রধান অতিথি রায়হান জামান, বিশেষ অতিথি যথাক্রমে নার্গিস আহমেদ, এটর্নি মঈন চৌধুরী, কাজী আশরাফ হোসেন নয়ন, ডাঃ শামীম আহমেদ, ফখরুল আলম, মোঃ আলী, ফাহাদ সোলায়মান, দিবাকর সেন, আহসান হাবিব, নুরুল আজিম, কামরুজ্জামান বাবু, দেওয়ান মঈনুদ্দিন বিপ্লব, মোঃ আলম, মনিকা রায়, সাইফুল ইসলাম। উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন, তৈয়েবুর রহমান হারুন, ডাঃ ইউসুফ আল মামুন, মোসলেহ উদ্দিন খান সেলিম, জাহিদুল ইসলাম, আহসান হাবিব, মনিউর রহমান জাহাঙ্গীর, আব্দুস সালাম আজম, মীর মাসুম আলী, বাবলু বশাক,কবি সালেহা ইসলাম। এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন সিনিয়র সহ সভাপতি জিকরুল আমিন জুয়েল, আবু সুফিয়ান।

অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি রায়হান জামানকে সম্মানিত অতিথি হিসেবে ক্রেস্ট প্রদান করা হয় এবং সমিতির প্রাক্তণ সভাপতি আবদুস সালাম আজম, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ মিয়া, সাবেক সভাপতি এ এইচ খন্দকার জগলু ও সাধারণ সম্পাদক সদানন্দ হালদারকে ক্রেস্ট প্রদান করা হয়।

মানিকগঞ্জেরর ঐতিহ্যবাহী পিঠা দিয়ে অতিথিদের বরণ করেন নাজমা নাজনীন, শাহনাজ পারভীন রিতা, সাইদা ইসলাম হিতু, পলাশী সাহা, পলিন, মিতা, জয়টিকা, ছানা, টিপু, শাম্মী আক্তার, আরজুমান বানু , সাইদুর রহমান রঞ্জু, আবু মোঃ ইমদাদুল হক, জাফরিনসহ সমিতির অন্যান্য সদস্যগণ।

অভিষেক উপলক্ষে একটি রঙিন ম্যাগাজিন প্রকাশিত হয়। ম্যাগাজিন  সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম তার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন আহসান হাবিব ও মোসলেহ উদ্দিন খান সেলিম। অনুষ্ঠানের শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক সম্পাদক সজল রায়ের পরিকল্পনায় বাংলাদেশের বিখ্যাত শিল্পী শুভ্র দেব, প্রবাসের কোকিলকণ্ঠী কৃষ্ণনা তিথি, সজল রায়, হৃতিকা, সাগর, সুস্মিতা হালদার, দেবেশ হালদার, গান পরিবেশন করেন। প্রায় রাত দু’টা পর্যন্ত সবাই গান উপভোগ করেন। পরিশেষে নব নির্বাচিত কমিটির সভাপতি লুৎফর রহমান সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন।

 

নতুন কমিটি: সভাপতিঃ-লুৎফর রহমান, সাধারন সম্পাদকঃ- খন্দকার এফ করিম, সিনিয়র সহ সভাপতিঃ- জিকরুল আমিন জুয়েল, সহ সভাপতিবৃন্দ- আবু কায়সার চিশতি, সামাদ হোসেন দেলোয়ার, কুব্বাত বিশ্বাস, মোঃ মোকসেদুর রহমান, মোঃ আব্দুল আজিজ, নাজমা নাজনীন, মোঃ আমজাদ হোসেন, মুহাম্মদ রফিকুল ইসলাম, খন্দকার নূরুল ইসলাম বর্ন, ইন্জিনিয়ার প্রকাশ রায়, নাসিরুল ইসলাম শাহীন, মোঃ চাতক হোসেন ও লুৎফর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদকঃ- মোঃ টিপু  সুলতান ও শহীদুর রহমান ছানা, সাংগঠনিক সম্পাদকঃ- আবু মোঃ ইমদাদুল হক, সহ সাংগঠনিক সম্পাদকঃ শাহীন আজাদ, অর্থ সম্পাদকঃ- সাইদুর রহমান রন্জু, যুগ্ম অর্থ সম্পাদকঃ- মোজাফফর হোসেন, প্রচার সম্পাদকঃ- ইব্রাহীম খা বাঁধন, যুগ্ম প্রচার সম্পাদকঃ- মুহাম্মদ রবিউল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদকঃ- সজল রায়, আইন সম্পাদকঃ- শাম্মী আক্তার, ক্রীড়া সম্পাদকঃ- দেওয়ান ওসমান গনি পলাশ, যুগ্ম ক্রীড়া সম্পাদকঃ- সাগর হোসেন  মহিলা বিষয়ক সম্পাদকঃ- শাহনাজ পারভীন রিতা, যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদকঃ-পলাশী সাহা, তথ্য প্রযুক্তি সম্পাদকঃ- ইন্জিনিয়ার মাহবুব, দপ্তর সম্পাদকঃ- আহসানুর রহমান খান, সমাজ কল্যান সম্পাদকঃ- লিটন ঘোষ, ইসলাম ধর্ম বিষয়ক সম্পাদকঃ- মোঃ ফারুক আহমেদ, আন্তর্জাতিক সম্পাদকঃ- আল নোমান সুমন, সনাতন ধর্ম বিষয়ক সম্পাদকঃ- বাবুল সাহা, আপ্যায়ন সম্পাদকঃ- কানিজ ফাতেমা এমি, যুগ্ম আপ্যায়ন সম্পাদকঃ-শাহীন মোল্লা, প্রবাসী কল্যাণ সম্পাদকঃ- মোমরেজ খান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদকঃ- জাকির আহমেদ, গবেষনা সম্পাদকঃ-মীর সাইফ হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদকঃ- প্রোফেসর আমিনুল ইসলাম, সাহিত্য সম্পাদকঃ-ফজলুর রহমান, উন্নয়ন সম্পাদকঃ-সজিব আহমেদ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদকঃ-হাবিব শেখ, ছাত্র বৃত্তি সম্পাদকঃ- রেজাউল করিম, এ এইচ খোন্দকার জগলু (প্রধান সমন্ময়কারী), সদানন্দ হালদার (সমন্বয়কারী)। 

 

সদস্যঃ এডঃ সামিউল করিম আলমগীর, মোঃ রাকিবুল হক, লিপি আক্তার কামরুল খান, আবুল খায়ের, জাহাঙ্গীর আলম, রেজাউল করিম, মোঃ রাশেদ মিয়া ও আবু সুফিয়ান। উপদেষ্টা পরিষদঃ-

প্রধান উপদেষ্টা ঃ- মোঃ তৈয়েবুর রহমান হারুন. মোসলেহ উদ্দিন খান সেলিম, জাহিদুল ইসলাম, আহসান হাবিব, মনিউর রহমান জাহাঙ্গীর, মোঃ আব্দুস সালাম আজম, এবি এম মাহবুব আলম, মাহমুদ আলম, ডঃ ফয়সাল খান, ডাঃ ইউসুফ আল মামুন, মুক্তিযাদ্ধা খন্দকার লিয়াকত আলী, শেখ সিদ্দিক, ডাঃ মাসুদ সিকদার, ওমর ফারুক খসরু, নাসির হোসেন, ডঃ খালিদ হোসেন পলাশ, কাজী আসাদুজ্জামান, মীর মাসুম আলী, আব্দুল হামিদ খান, ডাঃ বাবুল বসাক, নাসিম খান, মোঃ জাহাঙ্গীর আলম, কবি সালেহা ইসলাম, লেখক ফেরদৌস জেসমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category