আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সময় : সকাল ১১:৪৩

বার : শনিবার

ঋতু : গ্রীষ্মকাল

ইন্টারনেট ছাড়া জিমেইল ব্যবহার করবেন যেভাবে

ইন্টারনেট ছাড়া জিমেইল ব্যবহার করবেন যেভাবে

পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মেইলিং সার্ভিস হলো গুগলের জিমেইল। বিশ্বের ১৮০ কোটি মানুষ অফিসিয়াল ও ব্যক্তিগত কাজে এই সার্ভিস ব্যবহার করেন। এরমধ্যে স্মার্টফোনের মাধ্যমে মেইলের কাজ করেন ৭৫ শতাংশ ব্যবহারকারী। এই ব্যবহারকারীদের সুবিধার জন্য জিমেইলে এবার অফলাইন সেবা চালু করেছে গুগল।

গুগল জানিয়েছে, ইন্টারনেট সংযোগ ছাড়াই এখন থেকে ব্যবহারকারীরা ইমেইল ওপেন, রিপ্লাই এবং ইমেইল সার্চ করতে পারবেন। যেসব এলাকায় ইন্টারনেট সংযোগ নেই কিংবা সংযোগ দুর্বল সেসব এলাকায় এই সুবিধা খুবই উপকারী হবে।

অফলাইনে জিমেইল সেবা ব্যবহার করবেন যেভাবে

১. অফলাইন সুবিধা ব্যবহার করতে অবশ্যই ক্রোম ব্রাউজার লাগবে। এই সুবিধা ইনকগনিটো মোডে কাজ করবে না। এ কারণে ক্রোম ব্রাউজার এবং স্বাভাবিক মোড নিশ্চিত করতে হবে।

২. ক্রোম থেকে জিমেইলে প্রবেশ করুন।

৩. সেটিংস অপশনে যান।

৪. এখানে ‘সি অল সেটিংসে’ ক্লিক করুন।

৫. এ পর্যায়ে ‘অফলাইন’ অপশন পাবেন। এখানে ক্লিক করুন।

৬. এবার এনাবল অফলাইন মেইল নামে একটি অপশন আসবে। এটিতে ক্লিক করতে হবে।

৭. সবশেষে কয়দিনের মেইল আপনি অফলাইনে পড়তে চান তা নির্দিষ্ট করতে পারবেন।

সূত্র: বিজনেস টুডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category