আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সময় : রাত ২:৩৮

বার : শনিবার

ঋতু : গ্রীষ্মকাল

শেষ পর্যন্ত সিদ্ধান্তে অটল থাকলে সরকার থাকবে না: গয়েশ্বর

শেষ পর্যন্ত সিদ্ধান্তে অটল থাকলে সরকার থাকবে না: গয়েশ্বর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের অধীনে কোনও নির্বাচন নয়—এই সিদ্ধান্তের প্রতি দেশের সব রাজনৈতিক দলকে অটল থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার (১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে তৃণমূল নাগরিক আন্দোলনের উদ্যোগে এক প্রতিবাদী আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

গয়েশ্বর বলেন, ‘আমরা যদি অতীতের মতো নির্বাচনের ফাঁদে পা না দেই, আমরা যে কথা বলেছি, এই সরকারের অধীনে নির্বাচন নয়, এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন নয়, নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন নয়— এই সিদ্ধান্তে যদি শেষ দিন পর্যন্ত অটল থাকতে পারি, তাহলে শেখ হাসিনা সরকারের নির্বাচন করার ক্ষমতা নাই। তাই সব রাজনৈতিক দল সবাইকে বলবো, আপনারা একটা জায়গায় অটল থাকেন—এই সরকারের অধীনে কোনও নির্বাচন নয়।’

পদ্মা সেতু প্রসঙ্গে তিনি বলেন, ‘যে প্রকল্পে দুর্নীতি হয়, সেই প্রকল্পের জন্য ধন্যবাদ দিতে পারি না। আপনারা শ্বেতপত্র প্রকাশ করুন যে কত টাকা কোন খাতে ব্যয় হয়েছে। দুর্নীতি হয়নি এটা প্রমাণ করতে পারলে, ধন্যবাদ দেওয়া যাবে।’

তিনি আরও বলেন, ‘আইনমন্ত্রী বললেন খালেদা জিয়াকে দাওয়াত দিতে কোনও বাধা নেই। যদি বাধা না থাকে, তাহলে খালেদা জিয়াকে দাওয়াত কেন দেওয়া হলো না? তিনি (সরকার) আমার নেত্রীকে দাওয়াত দিলেন না, দাওয়াত দিলেন আমাদের কয়েকজনকে। আমরা যদি ওই দাওয়াত কবুল করতাম, তাহলে রাস্তায় হাঁটতে পারতাম?’

সংগঠনের মুহাম্মদ মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category