আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সময় : সকাল ৯:১১

বার : শনিবার

ঋতু : গ্রীষ্মকাল

নিউ ইয়র্কের জনসমাগমস্থলে বন্দুক নিষিদ্ধে আইন পাস

নিউ ইয়র্কের জনসমাগমস্থলে বন্দুক নিষিদ্ধে আইন পাস

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় বন্দুক বহন নিষিদ্ধ করে অঙ্গরাজ্যটিতে একটি আইন পাস হয়েছে। এর মধ্যে টাইমস স্কয়ারও রয়েছে। খবর বিবিসি’র।

বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, টাইমস স্কয়ারসহ কয়েকটি জনসমাগমস্থলে বন্দুক নিষিদ্ধ করে আইনটি পাস করা হয়েছে রাজ্যে। যারা বন্দুক রাখতে পারবেন অবশ্যই তাদের কাছে লাইসেন্স থাকতে হবে। লাইসেন্স প্রত্যাশীদের বন্দুক চালানোর দক্ষতা প্রমাণ করতে হবে। এ বিষয়ে সার্বিক পর্যালোচনার জন্য নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টও জমা দিতে হবে আবেদনকারীদের।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার আইনপ্রণেতাদের এক জরুরি অধিবেশনে এই আইনের অনুমোদন দেওয়া হয়েছে। যদিও রিপাবলিকান আইনপ্রণেতারা এতে আপত্তি জানায়। চলতি বছরের সেপ্টেম্বরে আইনটি কার্যকরের কথা রয়েছে।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল বলেছেন, আইনের কারণে নিউইয়র্কে বন্দুক হামলা ঘটনা কমে যাবে।

তবে এ আইন নিয়ে অনেকের আপত্তি রয়েছে। ফলে নাগরিকদের নিরাপত্তার খর্বের কথা বলা হচ্ছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দুক হামলায় ১০ জন এবং টেক্সাসের এক প্রাইমারি স্কুলে ১৯ শিক্ষার্থী নিহতের ঘটনায় বন্দুক আইন কঠোর করার দাবি সামনে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category