আজ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সময় : রাত ৮:৩৭

বার : রবিবার

ঋতু : গ্রীষ্মকাল

রাস্তায় নামতে প্রস্তুত জনগণ, তাদের নেতৃত্ব দেওয়া প্রয়োজন: মোশাররফ

রাস্তায় নামতে প্রস্তুত জনগণ, তাদের নেতৃত্ব দেওয়া প্রয়োজন: মোশাররফ

সরকার পতনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘শ্রীলঙ্কার জনগণ রাস্তায় নেমেছে, আমরা নামি নাই। আমার বিশ্বাস, রাস্তায় নামার জন্য বাংলাদেশের জনগণ প্রস্তুত আছে। তাদের নেতৃত্ব দেওয়া প্রয়োজন।’

রবিবার (১৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

আজকে বাংলাদেশে অর্থনৈতিক সংকট শ্রীলঙ্কার চেয়ে কম নয় মন্তব্য করে তিনি বলেন, ‘শ্রীলঙ্কার মতো মেগা প্রজেক্ট করে বাংলাদেশে মেগা লুটপাট চলছে। এবং সেই মেগা দুর্নীতিকে হালাল করার জন্য ঢাকঢোল পিটিয়ে মানুষের দৃষ্টিকে অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘দেশে রিজার্ভ কত আছে আসলে তা বাংলাদেশের মানুষ জানতে পারছে না। রিজার্ভ থেকে ঋণ নেওয়ার কোনও নিয়ম নেই। রিজার্ভ থেকে ঋণ নিয়ে দেশ চালাচ্ছে। মেগা প্রজেক্টে তারা তাদের দেনা পরিশোধ করছে। কিন্তু সেটা হিসাবে আনা হচ্ছে না। এটাকে রিজার্ভ দেখিয়ে হিসাব মিলিয়ে দিচ্ছে। তারপরও এখন অঙ্ক মিলাতে পারছে না। যদি তাদের রিজার্ভের গল্প সত্য হয়, তাহলে কেন লিকুইড গ্যাস আনতে পারছে না। কেন ব্যাংকগুলোতে গেলে এলসি করতে পারছে না।’

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবউল্লাহ, অধ্যাপক এমাজউদ্দীন আহমেদের মেয়ে অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category