আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সময় : ভোর ৫:২৮

বার : শনিবার

ঋতু : গ্রীষ্মকাল

সুষ্ঠু নির্বাচন হলে আ.লীগের পরাজয় নিশ্চিত, দিনাজপুরে মির্জা ফখরুল

সুষ্ঠু নির্বাচন হলে আ.লীগের পরাজয় নিশ্চিত, দিনাজপুরে মির্জা ফখরুল

আওয়ামী লীগকে উদ্দেশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, ‘আমরা জানি, অবাধ-সুষ্ঠু নির্বাচন হলে আপনাদের পরাজয় নিশ্চিত। আওয়ামী লীগ সরকার শুধুই বলে, উন্নয়ন আর উন্নয়ন। আমি বলবো, আপনারা যদি এতই দেশের উন্নয়ন করে থাকেন, তবে অবাধ-সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পান কেন?’

শুক্রবার (২০ জানুয়ারি) বিকালে নিজ এলাকা ঠাকুরগাঁও সফরকালে দিনাজপুরের চিরিরবন্দরে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। চিরিরবন্দর ও খানসামা উপজেলা বিএনপি এই গণসংবর্ধনার আয়োজন করেন।

এসময় মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা এটাও জানি, দেশের মানুষ আপনাদের কর্মকাণ্ডে খুশি না। আমাদের সমাবেশ করতে দেন না। আপনারা বলেন, আমরা নাকি সমাবেশের নামে নাশকতা করছি। গণতন্ত্র পুনরুদ্ধারে দেশের মানুষ এখন সচেতন। কাজেই আমাদের এবারের সংগ্রামে আমরা জয় পাবোই।’

আওয়ামী লীগের ‘একদলীয় শাসন ব্যবস্থায় দেশের সমগ্র মানুষ জেগে উঠেছে’ মন্তব্য করে তিনি বলেন, ‘সরকারের এমন শাসন ব্যবস্থা দেশের মানুষ মোটেও খুশি নয়। এখন দেশের মানুষ সরকারের বিরুদ্ধে সোচ্চার। এখনও সময় আছে, নিরাপদে সরে যান। তা না হলে, পরে পালানোর পথ খুঁজে পাবেন না। আমরা ১০ দফা দাবি দিয়েছি। আমরা আমাদের প্রথম দফায় চাই আওয়ামী লীগ সরকারের পদত্যাগ। সুষ্ঠু অবাদ নির্বাচন হলে আপনাদের পরাজয় নিশ্চিত।’

গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর-৪ আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আখতারুজ্জামান মিয়া, জেলা বিএনপির সভাপতি অ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, সহ-সভাপতি মোকাররম হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা চৌধুরী হিরা, চিরিরবন্দর উপজেলা বিএনপির আহ্বায়ক মজিবর রহমান শাহ, খানসামা উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম চৌধুরী, খানসামা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এটিএম সুজা উদ্দিন লুহিন শাহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category