আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সময় : সন্ধ্যা ৬:৪৯

বার : শনিবার

ঋতু : গ্রীষ্মকাল

দেশের বিভিন্ন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপির উদ্বেগ

দেশের বিভিন্ন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপির উদ্বেগ

রাজধানীর নিউ সুপার মার্কেটসহ ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন মার্কেট ও বিপণি বিতানে অগ্নিকাণ্ড ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।

শনিবার (১৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানানো হয়।

বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার কেবলমাত্র রাষ্ট্রক্ষমতা রক্ষা করতেই ব্যস্ত। অগ্নিকাণ্ড রোধসহ জনহিতকর কাজে তাদের কোনও আগ্রহ নেই।’

তিনি বলেন, ‘বর্তমান শাসকগোষ্ঠীর উদাসীনতা, নির্লিপ্ততা ও জবাবদিহিহীনতার কারণে এই ধরনের মর্মস্পর্শী ঘটনার বারবার পুনরাবৃত্তি ঘটছে; যা কোনোক্রমেই কাম্য হতে পারে না।’

রাজধানীর নিউ সুপার মাকেটে অগ্নিকাণ্ডসহ সকল অগ্নিকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি করে বিএনপি মহাসচিব ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে জোর আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category