আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সময় : দুপুর ২:১৯

বার : শুক্রবার

ঋতু : গ্রীষ্মকাল

বাংলাদেশ জর্জিয়া সমিতির অভিষেক অনুষ্ঠানে এস আই টুটুল এবং বেবি নাজনীন।

বাংলাদেশ জর্জিয়া সমিতির অভিষেক অনুষ্ঠানে এস আই টুটুল এবং বেবি নাজনীন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার উদ্যোগে নতুন কমিটির অভিষেক, বাংলা বর্ষবরণ এবং ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে অংশ নিবেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এস আই টুটুল এবং বেবি নাজনীন

আগামি ২৭ মে শনিবার সন্ধ্যা ৬ টায় স্থানীয় বার্কমার হাই স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠান হতে যাচ্ছে। এখানে জর্জিয়ার প্রবাসী বাংলাদেশি শিল্পীবৃন্দ ছাড়াও অনুষ্ঠানে অংশ নেবেন বাংলাদেশ উদীচি শিল্পী গোষ্ঠীর আটলান্টা জর্জিয়া কমিটির শিল্পীবৃন্দ।

বলাবাহুল্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার সমিতির উদ্যোগে ইতিহাসে এবারেই প্রথম  জর্জিয়ার সব শিল্পীদের একই মঞ্চে এক সাথে গান করার সুযোগ করে দিয়েছে, যা ইতিমধ্যেই সর্বমহলে প্রশংসিত হয়েছে।

উল্লেখ্য গত

১৯শে মার্চ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার সাধারণ নির্বাচনে মাহবুব-লোদী পরিষদ পুরো প্যানেলই সেই নির্বাচনে বিজয়ী হন এবং  গত ৬ই এপ্রিল বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারগন নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান । সেই নবনির্বাচিত কমিটিরই অভিষেক অনুষ্ঠান হতে যাচ্ছে আগামী ২৭শে মে শনিবার বার্কমার হাইস্কুলের নবনির্মিত সুবিশাল অডিটরিয়ামে।

নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যবৃন্দ হলেন যথাক্রমেঃ

সভাপতি: মাহবুবুর রহমান ভূঁইয়া

সহ সভাপতি: ফারুক আহমেদ

সহ সভাপতি: নজরুল ইসলাম

সাধারণ সম্পাদক: মোহাম্মদ আলী খান লোদী

সহ সাধারণ সম্পাদক: আলী আলম সোহাগ

সাংগঠনিক সম্পাদক: আবুল হাসান

অর্থ সম্পাদক: রাসেল ভূঁইয়া

জনসংযোগ সম্পাদক : ইঞ্জি: মাহবুব আহমেদ

সাংস্কৃতিক সম্পাদক: মোসাম্মত আরজু

ক্রীড়া সম্পাদক: নূর ভূঁইয়া 

সদস্য-

১)নাদিরা রহমান

২)এম মাওলা দিলু

৩)মহিন উদ্দিন দুলাল

৪)নিরুপম পাল

৫)নাহিদুল খান সাহেল

এই ব্যাতিক্রমধর্মী বিশাল সাংস্কৃতিক সন্ধায় জর্জিয়া বাংলাদেশ কমিউনিটির সকলকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অফ জর্জিয়া এবং তারা জানিয়েছেন যে অনুষ্ঠানে কয়েকটি খাবারের ষ্টল ও রকমারি শাড়ি কাপড়, জুয়েলারি ষ্টল থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category