আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সময় : রাত ৮:০৮

বার : শনিবার

ঋতু : গ্রীষ্মকাল

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেফতার ২ জনের রিমান্ড

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেফতার ২ জনের রিমান্ড

চট্টগ্রামে চাঁদা না পেয়ে মো. ফরিদ (৪২) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ মে) গ্রেফতার দুই জনকে আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। ডবলমুরিং থানার ওসি আবুল কাসেম ভুঁইয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার দুই জন হলেন দিদার ও হৃদয়।

ওসি বলেন, ‘রবিবার রাতে নিহত ফরিদের স্ত্রী নাহিদা আক্তার থানায় মামলা করেন। এর পরপরই দুই জনকে গ্রেফতার করা হয়। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ ১৫-১৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।’

এর আগে শনিবার (৭ মে) রাত ১২টায় ডবলমুরিং থানার রেলওয়ে স্টেশনের পাহাড়তলী বাজারে ছুরিকাঘাতে ও পিটিয়ে হত্যা করা হয় ফরিদকে। নিহত ফরিদ পাহাড়তলী থানার আই ডব্লিউ কলোনির জাফর আহমেদের ছেলে।

নিহতের স্ত্রী নাহিদা আক্তার বলেন, ‘আমার স্বামী রেলওয়ে থেকে পাহাড়তলী বাজার এলাকায় কিছু জমি বরাদ্দ নিয়েছিল। এসব জমিতে দোকান ঘর নির্মাণ করতে গেলে সন্ত্রাসীরা বাধা দেয় এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করে। না হলে মেরে ফেলার হুমকি দেয় তারা।’

তিনি বলেন, ‘শনিবার রাতে চাঁদা না পেয়ে স্থানীয় আলো ও চশমা ফারুকসহ ২০-২৫ জন সন্ত্রাসী হামলা করে আমার স্বামীকে হত্যা করে। আমি হত্যাকারীদের শাস্তি চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category