ইংরেজি ভাষায় দক্ষতা যাচাইয়ের আন্তর্জাতিক মানদণ্ড আইইএলটিএস পরীক্ষায় বড় পরিবর্তন আসছে। বাংলাদেশে আইইএলটিএস নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি (ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম) এডুকেশন পরীক্ষার নতুন নিয়ম চালু করতে যাচ্ছে।
আগামী ২৫ জানুয়ারি থেকে আইইএলটিএস পরীক্ষার লিসেনিং, রিডিং ও রাইটিং—তিন অংশেই বাধ্যতামূলকভাবে কলম ব্যবহার করতে হবে। পেনসিল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এই পরিবর্তন একাডেমিক ও জেনারেল আইইএলটিএস উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে। পরীক্ষার্থীদের কলম সরবরাহ করবে ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি। কেন্দ্রে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র ছাড়া অন্য কোনো সামগ্রী আনা যাবে না।
আইডিপি আইইএলটিএসের প্রধান ইলোরা শাহাব শর্মী প্রথম আলোকে জানান, “পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং পরীক্ষার্থীদের সময় সাশ্রয়ের জন্য কলম ব্যবহারের নিয়ম চালু করা হয়েছে। কলমের ফলে পেনসিল ধারালো করা বা লেখা মুছতে সময় ব্যয় হবে না। এটি পরীক্ষার্থীদের উত্তর তৈরিতে সহায়তা করবে।”
ব্রিটিশ কাউন্সিলের বিপণন ব্যবস্থাপক জুবায়ের নাঈম বলেন, “এটি পরীক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক পরিবর্তন। কর্মক্ষেত্র বা দৈনন্দিন জীবনে কলম ব্যবহার করেই কাজ করা হয়। এই নিয়ম পরীক্ষার্থীদের পরীক্ষার সময় আরও সুবিধা দেবে।”
তবে পরীক্ষার্থীদের অনেকে এই পরিবর্তনে শঙ্কিত। তাঁরা মনে করছেন, পেনসিলের বদলে কলম ব্যবহার বেশ কিছু অসুবিধার সৃষ্টি করবে।
আইইএলটিএস পরীক্ষার্থী নাহিদ ইসলাম বলেন, “আমি দীর্ঘ ছয় মাস ধরে পেনসিল ব্যবহার করে প্রস্তুতি নিচ্ছি। হঠাৎ করে কলম ব্যবহারের নিয়ম চালু হওয়ায় দুশ্চিন্তায় পড়েছি। পরীক্ষার দিন যেই কলম দেওয়া হবে, সেটি ব্যবহারে আমি অভ্যস্ত নই।”
আইইএলটিএসের শিক্ষক ও পেট্রোনাস এডুকেশনের পরিচালক মোস্তাকিম শুভ মনে করেন, কলম ব্যবহারের কারণে লিসেনিং ও রিডিং অংশে ভুল সংশোধন কঠিন হবে। রাইটিং অংশে সমস্যাটা আরও বেশি। কারণ, ভুল হলে তা কাটতে হবে এবং নতুন করে জায়গা পেতে অসুবিধা হবে।
মোস্তাকিম শুভ বলেন, “পরীক্ষা কেন্দ্র যদি অতিরিক্ত উত্তরপত্র সরবরাহ করে, তাহলে পরীক্ষার্থীরা কেটে নতুন উত্তর দিতে পারবেন। এতে জায়গার সংকটের সমস্যাও দূর হবে।”
আইইএলটিএস পরীক্ষার এই নতুন নিয়ম একদিকে স্বচ্ছতা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে, অন্যদিকে পরীক্ষার্থীদের অভ্যস্ত হতে সময় লাগতে পারে। তবে শিক্ষার্থীদের উপযোগিতার কথা বিবেচনা করে অতিরিক্ত উত্তরপত্রসহ আরও সহায়তামূলক পদক্ষেপ নেওয়া হলে এই পরিবর্তন কার্যকর হতে পারে।