ভাতা বৃদ্ধির দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে মহাসমাবেশ করছেন পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকেরা। আজ সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টার পর থেকে এ মহাসমাবেশ শুরু হয়। এর আগে সকাল ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বটতলায় সমবেত হন চিকিৎসকেরা। সমাবেশের কারণে শাহবাগ মোড়ে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ডাইভারশন দিয়ে বিকল্প পথে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করে।
বিএসএমএমইউ এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) অধীনে প্রশিক্ষণরত পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকেরা এই মহাসমাবেশে অংশ নিয়েছেন। তাদের দাবি, মাসিক ভাতা ৫০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।
গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে চিকিৎসকদের মাসিক ভাতা ২৫ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার ঘোষণা দেয়। তবে এ ভাতা বৃদ্ধিকে পর্যাপ্ত মনে না করে প্রশিক্ষণার্থী চিকিৎসকেরা ৫০ হাজার টাকা বা ৯ম গ্রেডের সব সুবিধা প্রদানের দাবি জানিয়ে প্রতিবাদ জানান।
গত সপ্তাহে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পর চিকিৎসকেরা ৫০ হাজার টাকার ভাতা কার্যকর করতে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত আল্টিমেটাম দেন। আল্টিমেটামের মেয়াদ শেষ হওয়ার পর আজকের মহাসমাবেশের ডাক দেওয়া হয়। এতে রেসিডেন্ট, নন-রেসিডেন্ট এবং সব পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসক অংশ নেন।
সমাবেশে অংশ নেওয়া চিকিৎসকেরা বলেন, “আমরা দেশের স্বাস্থ্যসেবায় অগ্রণী ভূমিকা পালন করি। কিন্তু আমাদের প্রাপ্য সম্মান ও ভাতা দেওয়া হচ্ছে না। ৫০ হাজার টাকা ভাতা বা ৯ম গ্রেডে সুযোগ-সুবিধা না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
শাহবাগে সমাবেশের কারণে যানজট সৃষ্টি হলেও আন্দোলনরত চিকিৎসকেরা দাবি আদায়ে দৃঢ়প্রতিজ্ঞ। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো সাড়া মেলেনি। আন্দোলন দীর্ঘায়িত হলে দেশের স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।