আন্তর্জাতিক সহযোগিতায় ঘাটতি, জলবায়ু অর্থায়নে সংকটে বাংলাদেশ: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রয়োজনীয় আন্তর্জাতিক অর্থায়ন না আসায় উদ্বেগ প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। রাজধানীর পিকেএসএফ ভবনে আয়োজিত জলবায়ু বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের জন্য প্রায় ৩০ বিলিয়ন ডলারের জলবায়ু অর্থায়ন প্রয়োজন হলেও বাস্তবে তা অর্জন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে মাত্র এক-দেড় বিলিয়ন ডলার আনতেই দীর্ঘ সময় ধরে কঠিন আলোচনা করতে হয়। ২০২২ সাল থেকে শুরু হওয়া আলোচনার পর বাংলাদেশ আইএমএফের সঙ্গে ৪৭০ কোটি ডলারের ঋণ চুক্তি করে। এরপর তিন কিস্তিতে ২৩১ কোটি ডলার পেলেও চতুর্থ কিস্তি আটকে যায় নানা শর্ত পূরণ না হওয়ায়। পরে বাংলাদেশ ব্যাংক বিনিময় হার বাজারমুখী করতে সম্মত হলে আইএমএফ চতুর্থ ও পঞ্চম কিস্তি মিলিয়ে ১৩৩ কোটি ডলার ছাড় করে। অর্থ উপদেষ্টা বলেন, জলবায়ু দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ, অথচ তারাই নিজেদের প্রচেষ্টায় দুর্যোগ মোকাবিলায় এগিয়ে আসেন। দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের জনগণের সক্ষমতা ও আত্মনির্ভরতা বিশ্বে অনন্য বলে মন্তব্য করেন তিনি। “বাংলাদেশ দুর্যোগ মোকাবিলায় প্রথম সারির দেশ, আমাদের সীমিত সম্পদ ও সামর্থ্য দিয়েই আমরা তা করে দেখিয়েছি,”— বলেন সালেহউদ্দিন আহমেদ। তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, তারা যেন জনস্বার্থে কাজ করেন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করেন। “ম্যান-মেইড ও প্রাকৃতিক— উভয় ধরনের দুর্যোগই আমাদের দেশে বিদ্যমান। তাই সাংবাদিকদের উচিত দুই দিকেই নজর দেওয়া,”— বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান। আরও বক্তব্য দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং অর্থ মন্ত্রণালয়ের ইআরডি বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী। এই কর্মশালার মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়।