আজ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সময় : সকাল ৮:৪২

বার : সোমবার

ঋতু : গ্রীষ্মকাল

দুই বছর পর ইফতার রাজনীতির টেবিলে বসছে বিএনপি

দুই বছর পর ইফতার রাজনীতির টেবিলে বসছে বিএনপি

করোনাভাইরাস সংক্রমণের কারণে ২০১৯ ও ২০২০ সালে দলীয় ইফতার আয়োজন বন্ধ থাকলেও এ বছর আড়ম্বরে এই আয়োজনের উদ্যোগ নিয়েছে বিএনপি। আসন্ন রমজান মাসে চারটি ইফতার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

মঙ্গলবার (২২ মার্চ) বিকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, সোমবার (২১ মার্চ) রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ২০১৯ সালে সর্বশেষ ইফতার আয়োজন করেছিল বিএনপি। এর আগে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ২০১৬ সালে সর্বশেষ ইফতার আয়োজনে অংশ নেন।

২০১৬ সালে খালেদা জিয়ার উপস্থিতিতে বিএনপির ইফতারে রাজনীতিকরা২০১৬ সালে খালেদা জিয়ার উপস্থিতিতে বিএনপির ইফতারে রাজনীতিকরাদলীয় সূত্রে জানা গেছে, করোনার কারণে বিগত দুই বছর ইফতার আয়োজন বন্ধ থাকলেও এ বছর তা চালু করবে বিএনপি। দলের মহাসচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তির ভাষায়, ‘পবিত্র রমজান মাসে আলেম, ওলামা, এতিম, বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কূটনৈতিকদের সম্মানে ৪টি ইফতার মাহফিল অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।’

বিএনপির দায়িত্বশীল সূত্র জানায়, ইফতার মাহফিলগুলোকে রাজনৈতিকভাবে তাৎপর্য দিতে এবার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এতে স্থায়ী কমিটির সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। কোন কোন রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে, তার একটি তালিকা প্রস্তুত করারও আলোচনা হয়েছে। বিশেষত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় রাজনীতিকে আরও ঘনিষ্ঠভাবে তুলে ধরার প্রচেষ্টা থাকবে বিএনপির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category