আজ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সময় : সকাল ১১:৪৫

বার : রবিবার

ঋতু : গ্রীষ্মকাল

যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যে ভারত ব্যতিক্রম: বাইডেন

যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যে ভারত ব্যতিক্রম: বাইডেন

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যে ভারত ব্যতিক্রম। ওয়াশিংটনে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, চীনকে মোকাবিলায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে জাপান, অস্ট্রেলিয়া ও ভারতকে নিয়ে গঠিত কোয়াড জোট নিয়েও কথা বলেন বাইডেন। তিনি বলেন, কোয়াড জোটভুক্ত দেশগুলোর মধ্যে একমাত্র ভারতই ইউক্রেনের যুদ্ধ নিয়ে জোরালো অবস্থান নিতে পারেনি। কিন্তু জাপান অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও একই কথা বলা যায়।

পশ্চিমারা মস্কোকে বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন করতে চাইলেও যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত ভারতের তেল শোধনাকারীরা ছাড়ে রাশিয়ান তেল ক্রয় অব্যাহত রেখেছে বলে জানা গেছে।

ভারতের যুক্তি, কোয়াডের উচিত ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনকে মোকাবিলার ওপর জোর দেওয়া। ইউক্রেনে হামলার জন্য কোয়াডের পক্ষ থেকে রাশিয়ার নিন্দা জানানোর মার্কিন প্রচেষ্টারও বিরোধিতা করছে দিল্লি। জানা গেছে, অস্ট্রেলিয়া ও জাপান যুক্তরাষ্ট্রের অবস্থানকে সমর্থন করলেও ভারতের আপত্তির কারণেই কোয়াডের শীর্ষ সম্মেলনের পর জারি করা যৌথ বিবৃতিতে ইউক্রেনে সামরিক অভিযানের জন্য রাশিয়ার সরাসরি নিন্দা জানানো হয়নি।

উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে যখন আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা বড় অংশ প্রবলভাবে সরব, তখন ভারত কিন্তু মোটের ওপর তাদের পুরনো বন্ধুর পাশেই দাঁড়িয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জাতিসংঘে তারা একবারও রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category