বাংলাদেশ এসোসিয়েশন অফ জর্জিয়া উদ্যোগে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস কে কেন্দ্র করে আটলান্টা জর্জিয়ায় বিজয় মেলার আয়োজন করা হয়েছে। আগামী ১৬ই ডিসেম্বর, বিকাল ৫:০০ টা থেকে রাত ৯:০০ টা পর্যন্ত সোমবার ২০২৪ ইং তারিখে গ্লোবাল মল, জিমি কার্টার বুলোভার্ডে বিজয় দিবসটি আয়োজন করা হবে।
বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাহবুবুর রহমান ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন মোহাম্মদ আলী খান লদী।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর রক্তক্ষয়ী এক মুক্তিযুদ্ধে এবং লাখ লাখ প্রাণের বিনিময়ে মহান বিজয় অর্জিত হয়েছিলো। এ বিজয়ের ফলে অভ্যুদ্বয় ঘটেছে প্রিয় মাতৃভূমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। মুক্তিযুদ্ধের বিজয় মেলা বাঙালি জাতিসত্তা, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি সুরক্ষার আদর্শিক মঞ্চ। বিজয় মেলা বাঙালিকে ঐক্যবদ্ধ থাকার প্রেরণা যুগিয়েছে এবং মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনাকে প্রজন্ম পরমপরায় ধারণ করে আসছে।