চট্টগ্রাম বন্দরকে ঘিরে দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে। বিদেশি বিনিয়োগের প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে এই বছরেই গড়ে উঠবে মুক্ত বাণিজ্য অঞ্চল। দেশের অর্থনীতির গেম চেঞ্জার হিসেবে পরিচিত মাতারবাড়ী গভীর সমুদ্রে দুইটি টার্মিনাল নির্মাণের কাজ শুরু হবে। পাশাপাশি বে-টার্মিনালে ডিপি ওয়ার্ল্ড এবং সিঙ্গাপুর পোর্ট অথরিটির উদ্যোগে আরও দুইটি টার্মিনালের নির্মাণ কাজ শুরু হচ্ছে । বিশ্ব ব্যাংক সম্প্রতি নিউইয়ার্ক বে-টার্মিনালের ব্রেক ওয়াটার এবং ড্রেজিংয়ের জন্য ৪৬০ মিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে। বছরের শেষ প্রান্তে লালদিয়ার চর এলাকায় টার্মিনাল নির্মাণের কাজ শুরু হবে। এনসিটির জন্য নিয়োগকৃত ট্রানজেকশন অ্যাডভাইজারের মতামতের ভিত্তিতে এই প্রকল্পের সিদ্ধান্ত নেওয়া হবে। চট্টগ্রাম বন্দরের ১৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে এসব তথ্য জানান বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম মনিরুজ্জামান। বন্দর চেয়ারম্যান বলেন, চট্টগ্রাম বন্দর তুলা ও অন্যান্য খাদ্যসামগ্রী সংরক্ষণাগার গড়ে তোলার মাধ্যমে বছরে ১০ থেকে ১২ বিলিয়ন ডলার আয় করতে পারে। পার্শ্ববর্তী দেশগুলোও মুক্ত বাণিজ্য অঞ্চলের সুবিধা গ্রহণ করতে পারবে। তিনি আরও বলেন, আধুনিক, প্রযুক্তি নির্ভর এবং নিরাপদ গ্রিনপোর্ট নির্মাণ এখন সময়ের দাবি। গ্রিনপোর্ট নির্মাণ না করা গেলে ভবিষ্যতে জাহাজের ভাড়া বৃদ্ধি এবং অন্যান্য অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে। চট্টগ্রাম বন্দরের দক্ষতা বৃদ্ধি, অটোমেশন এবং সরাসরি সেবা প্রদানের মাধ্যমে জাহাজের ভাড়া শতকরা ৩০ থেকে ৪০ ভাগ কমিয়ে আনা সম্ভব। তিনি আরও উল্লেখ করেন, মাতারবাড়ী পোর্ট ট্রান্সশিপমেন্ট পোর্ট হিসেবে গড়ে তোলার মাধ্যমে এই অঞ্চলের বাণিজ্যিক সুবিধা আরও প্রসারিত হবে। ২০২৯ সালে মাতারবাড়ী এবং ২০৩১ সালে বে-টার্মিনাল নির্মাণ সম্পন্ন হলে দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন আসবে। চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিক মানের উন্নত বন্দরের আদলে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ১৮৮৭ সালে ব্রিটিশ ইন্ডিয়ার পোর্ট কমিশনার্স অ্যাক্ট প্রণয়ন এবং ১৮৮৮ সালের ২৫ এপ্রিল কার্যকর হওয়ার পর থেকে প্রতিবছর এই দিনটি চট্টগ্রাম বন্দর দিবস হিসেবে পালিত হয়ে আসছে। মতবিনিময় অনুষ্ঠানে বন্দর কর্তৃপক্ষের বোর্ড সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বন্দরকে ঘিরে গৃহীত এই প্রকল্পগুলো দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।