আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সময় : সকাল ৮:০৪

বার : বুধবার

ঋতু : গ্রীষ্মকাল

অনলাইনে দেখা যাবে পরী-রাজের ‌‘গুণিন’

অনলাইনে দেখা যাবে পরী-রাজের ‌‘গুণিন’

অনলাইনে দেখা যাবে পরীমণি ও শরীফুল রাজের বিয়ে। বাস্তবের এই জুটি তাদের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘গুণিন’-এ রোমান্টিকভাবে হাজির হয়েছিলেন।  

গত ১১ মার্চ সিনেমাটি দেশজুড়ে ২০টি হলে মুক্তি পেয়েছিল। প্রেক্ষাগৃহে মুক্তির দ্বিতীয় সপ্তাহ শেষে এটি আসছে অনলাইনে। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এ ছবিটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২৪ মার্চ রাত ৮টায় এটি অবমুক্ত হবে।

এ প্রসঙ্গে পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘‘যেমনটা প্রথম থেকে বলা হয়েছিল সিনেমা হলের পর চরকিতে মুক্তি পাবে ‘গুণিন’, তেমনটাই হচ্ছে। আর পুরো পরিকল্পনাটা করেছে এর প্রযোজনা প্রতিষ্ঠানই।’’

ছবিটি প্রযোজনায় আছে চরকি। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুণিন’ থেকে নির্মিত হয়েছে সিনেমাটি। এর গল্প গ্রামীণ ওঝা রজব আলী গুণিনকে নিয়ে। তার আধ্যাত্মিক ক্ষমতা ছিল। এর জোরে গ্রামে তার বিশাল প্রভাব! তার তিন নাতি রহম, আলী ও রমিজ। গুণিনের রহস্যজনক মৃত্যুর পরবর্তী পরিস্থিতিতে তার দুই নাতি তথা আপন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ও ত্রিভুজ প্রেমের গল্পই এই চলচ্চিত্রের মূল উপজীব্য। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম।BeFunky-collage (35)

ছবিতে রাজ-পরী

সিনেমাটির প্রধান দুটি চরিত্র রমিজ ও রাবেয়ার চরিত্রে দেখা যাবে রাজ ও পরীমনিকে। এছাড়াও বিভিন্ন চরিত্রে আরও আছেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মনওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category