আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সময় : রাত ৪:৪২

বার : শনিবার

ঋতু : গ্রীষ্মকাল

শেখ হাসিনা বিমসটেক সম্মেলনে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন

শেখ হাসিনা বিমসটেক সম্মেলনে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাত জাতির বিমসটেক (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-পারপাস টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন) শীর্ষ সম্মেলনে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন। আগামী ৩০ মার্চ শ্রীলঙ্কায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে। ২৯ মার্চ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হবে।

মঙ্গলবার (২২ মার্চ) এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, প্রধানমন্ত্রীর তরফ থেকে আমি যাবো। এছাড়া প্রধানমন্ত্রী   সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেবেন।

বিমসটেকের সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে— বাংলাদেশ, ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

মিয়ানমারের পক্ষ থেকে কে অংশগ্রহণ করছে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘তাদের সরকারপ্রধান এটিতে অংশগ্রহণ করবেন না।’

তিনি বলেন, ‘আমরা যতদূর শুনেছি, তারা অংশগ্রহণ করবে না।’

১৯৯৮ সালে যাত্রা শুরু করা বিমসটেকের এটি পঞ্চম শীর্ষ সম্মেলন। এবারের বৈঠকটি গুরুত্বপূর্ণ। কারণ এবারের সম্মেলনে বিমসটেক চার্টার, কানেক্টিভিটি মাস্টার প্ল্যান, বিমসটেক সচিবালয়ের অর্গানোগ্রামসহ আরও কয়েকটি ডকুমেন্ট গৃহীত হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category