আজ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সময় : রাত ১০:১৯

বার : বৃহস্পতিবার

ঋতু : গ্রীষ্মকাল

‘গণহত্যাকারীদের বিচার না করা পাকিস্তানের জন্যও লজ্জাজনক

‘গণহত্যাকারীদের বিচার না করা পাকিস্তানের জন্যও লজ্জাজনক’

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে সেই পাকিস্তানিদের কোনও বিচার হয়নি, যা ওই দেশের জন্যও লজ্জাজনক বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (২৫ মার্চ) সকালে একাত্তরে গণহত্যার উপর একটি সেমিনার শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘পাকিস্তানের উচিত ছিল তাদের বিচার করা। এমনকি তাদের যে কমিশন গঠন করা হয়েছিল, তারাও সুপারিশ করেছিল বিচারের। কিন্তু সেটি তারা করেনি। আমি আশা করবো পাকিস্তানের নতুন প্রজন্ম বিষয়টির গুরুত্ব অনুধাবন করে এটিকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিবে এবং তাদের কবর থেকে তুলে এনে তাদের বিচার করবে।’

স্বাধীনতা যুদ্ধে যুদ্ধাপরাধীদের বিচার করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে সরকার। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে এ বিচার প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়েছে বলেও মনে করেন মন্ত্রী।

তিনি বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে গণহত্যা হয়েছে যেমন- রুয়ান্ডা, আর্মেনিয়া, কম্বোডিয়া। আমরা যখন সবাই চাপ প্রয়োগ করা শুরু করি তখন জাতিসংঘ একটি মধ্যপন্থা অবলম্বন করে এবং ৯ ডিসেম্বর গণহত্যা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয়।’

মন্ত্রী বলেন, ‘আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি ২৫ মার্চ গণহত্যা দিবস আন্তর্জাতিকভাবে পালন করা যায় কিনা। দেখা যাক কী হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category