আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সময় : সকাল ১০:০১

বার : বৃহস্পতিবার

ঋতু : গ্রীষ্মকাল

সাত প্রেক্ষাগৃহে অভিষেক হলো সংবাদ পাঠিকার

সাত প্রেক্ষাগৃহে অভিষেক হলো সংবাদ পাঠিকার

শবনম বুবলীর পথ ধরে সংবাদ পাঠিকা থেকে নায়িকা হলেন রেহনুমা মোস্তফা। নায়ক হিসেবে তিনি পেলেন মামনুন ইমনকে। 

শুক্রবার (২৫ মার্চ) সেই রেহনুমার অভিষেক হলো বড় পর্দায়। তার প্রথম সিনেমা ‘লকডাউন লাভ স্টোরি’ মুক্তি পেয়েছে দেশের ৭টি প্রেক্ষাগৃহে। এগুলো হলো ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক, ঢাকা), চিত্রামহল (ইংলিশ রোড, ঢাকা), গীত (ধোলাইপাড়, ঢাকা), সেনা অডিটোরিয়াম (বনানী, ঢাকা), নন্দিতা (সিলেট), শঙ্খ (খুলনা) ও মিতা (বদরগঞ্জ)

ছবিটি নির্মাণ করেছেন শাহ আলম মণ্ডল।

রেহনুমা গণমাধ্যমকে বলেন, ‘করোনাকালে মানুষের জীবন ও চারপাশের পরিবেশকে কেন্দ্র করে একটি বিশেষ চলচ্চিত্র তৈরি হয়েছে। আমি সেটির অংশ হতে পেরেছি, এটা নিঃসন্দেহে ভালো লাগার। ভালো ভালো গল্পে নিজেকে উপস্থাপন করতে চাই।’

অন্যদিকে রেহনুমাকে নায়িকা নির্বাচিত করা প্রসঙ্গে পরিচালক শাহ আলম মণ্ডল বলেন, ‘আমি এই চলচ্চিত্রের জন্য একেবারে নতুন একজনকে খুঁজছিলাম। অবশেষে রেহনুমাকে পাই। আমার চরিত্রটির সার্থক রূপায়ণ করেছেন তিনি।’

প্রসঙ্গত, সংবাদ পাঠিকা হিসেবে রেহনুমা কাজ করছেন গত ৯ বছর। পাশাপাশি নাটক-বিজ্ঞাপনেও দেখা গেছে তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category