আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সময় : রাত ৯:২২

বার : শুক্রবার

ঋতু : গ্রীষ্মকাল

গণহত্যা দিবসে সিপিবি’র আলোর মিছিল

গণহত্যা দিবসে সিপিবি’র আলোর মিছিল

জাতীয় গণহত্যা দিবসে আলোর মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শুক্রবার (২৫ মার্চ) রাজধানীর  পুরানা পল্টনের মুক্তিভবন থেকে শুরু হওয়া মিছিলটি সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে গিয়ে শেষ হয়।

আলোর মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানান।

সিপিবির নেতারা বলেন, শহীদদের স্বপ্ন এখনও পূরণ হয়নি। দেশে এখনও পাকিস্তানি ভাবাদর্শ ও অর্থনীতি পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। ধনবৈষম্য ও শ্রেণি বৈষম্য প্রতীয়মান। দেশে ২২ পরিবারের জায়গায় ৯৪ হাজারের বেশি কোটিপতি সৃষ্টি হয়েছে। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্রের অঙ্গীকার থেকে দূরে সরে গেছে শাসকগোষ্ঠী।

তারা বলেন, আজ  গণতন্ত্র হরণ করা হয়েছে, সমাজতন্ত্র নির্বাসিত। অপরদিকে রাষ্ট্রধর্ম সংবিধানে জেঁকে বসেছে। রাষ্ট্রীয় পর্যায় থেকে সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে যোগসাজশে শিক্ষাব্যবস্থা ও পাঠ্যসূচি সাম্প্রদায়িকীকরণ করা হচ্ছে।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন— সিপিবি’র সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক এম এম আকাশ। ‘আলোর মিছিলে’ সিপিবি’র সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category