আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সময় : দুপুর ২:৫৯

বার : শুক্রবার

ঋতু : গ্রীষ্মকাল

‘প্রযুক্তির মাধ্যমে বাঙালির সৃজনশীলতা বিশ্বের সামনে তুলে ধরতে হবে’

‘প্রযুক্তির মাধ্যমে বাঙালির সৃজনশীলতা বিশ্বের সামনে তুলে ধরতে হবে’

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাংলাদেশের হস্তশিল্প বিশেষ করে মসলিন, খদ্দর, তাঁত, হাতের কাজ, মৃৎ ও কাঁসার শিল্প, কিংবা জামদানি পৃথিবীতে বাঙালির সৃজনশীলতার এক অনন‌্য দৃষ্টান্ত। তিনি বলেন, ‘ডিজিটাল প্রযুক্তির মাধ‌্যমে আমাদের আবহমান সংস্কৃতিসহ সাধারণ মানুষের সৃজনশীলতা পৃথিবীর সামনে তুলে ধরতে হবে। এ ব‌্যাপারে সম্ভাব‌্য সব ধরনের সহযোগিতা প্রদানে সরকার বদ্ধপরিকর।’

রবিবার (২৭ মার্চ) ঢাকার শাহবাগে ‘কারিকা বাংলাদেশ হস্তশিল্প সমবায় ফেডারেশন লিমিটেডের হস্তশিল্প আর ডিজিটাল প্রযুক্তির সম্মিলনে শুরু হোক বিশ্বযাত্রা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথিব বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ‘সৃজনশীল থাইল্যান্ড কর্মসূচি’র দৃষ্টান্ত তুলে ধরে বলেন, ‘আমরা চাই, আমাদের হস্তশিল্প, মৃৎশিল্প, কারুশিল্পসহ লোক সংস্কৃতির মিশ্রণে উৎপাদিত পণ‌্য দেশীয় ও আন্তর্জাতিক বাজারে জনপ্রিয় ও গ্রহণযোগ‌্য করে তুলতে হবে।’

এর আগে ফিতা কেটে মন্ত্রী কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উপদেষ্টা সাবেক অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম এবং কারিকা বাংলাদেশ হস্তশিল্প সমবায় ফেডারেশন লিমিটেডের চেয়ারম‌্যান জরিনা সাইদসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category