আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সময় : রাত ২:৫১

বার : শুক্রবার

ঋতু : গ্রীষ্মকাল

মঞ্চে উঠলেই ১ কোটি ২০ লাখ টাকার উপহার!

মঞ্চে উঠলেই ১ কোটি ২০ লাখ টাকার উপহার!

সেলিব্রেশন শুরু হচ্ছে! মহামারিকাল পেরিয়ে পুরনো গ্ল্যামার ফিরিয়ে আনছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। দুই বছর পর অস্কারের স্বাভাবিক চাকচিক্য এবং বিশাল পরিসর দেখা যাবে আবারও। আয়োজকরা এখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে ব্যস্ত। 

২৭ মার্চ (বাংলাদেশ সময় ২৮ মার্চ ভোর) ডলবি থিয়েটারে বসবে জমকালো এই আসর।

৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে মনোনীত সেরা অভিনেতা, অভিনেত্রী, পার্শ্ব অভিনেতা-অভিনেত্রী ও পরিচালকরা এবং পুরস্কার তুলে দিতে যেসব তারকা মঞ্চে উঠবেন তাদের প্রত্যেককে ১ লাখ ৩৮ হাজার মার্কিন ডলারের উপহার পাবেন। বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ২০ লাখ টাকার উপহার! এগুলো বিতরণ করবে লস অ্যাঞ্জেলস ভিত্তিক বিপণন প্রতিষ্ঠান ডিসটিঙটিভ অ্যাসেটস।

চলছে মঞ্চ সাজানোর কাজচলছে মঞ্চ সাজানোর কাজএছাড়া ক্যালিফোর্নিয়ার ওয়েস্ট হলিউডের গিফট শপ জিবেকি ৯৪তম অস্কারে মনোনীত প্রত্যেক শিল্পীকে দেবে ৮৫ হাজার মার্কিন ডলারের উপহার। এর মধ্যে থাকছে দামি সুইস ঘড়ি। বাংলাদেশি মুদ্রায় একেকজন পাবেন ৭৩ লাখ ৫৬ হাজার টাকার উপহার।

দুটি প্রতিষ্ঠান মিলিয়ে অভিনয়শিল্পী ও পরিচালক শাখায় মনোনীত প্রত্যেকে পেতে যাচ্ছেন ১ কোটি ৯৩ লাখ টাকার উপহার।

অস্কার মানেই মহাযজ্ঞ। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার ভাবা হয় এটাকে। ফলে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে পুরস্কার না জিততে পারলেও মনোনয়ন পাওয়াটাও অনেক বড় পাওয়া।

আমেরিকান প্রতিষ্ঠান কমস্কোরের তথ্যানুযায়ী, সেরা চলচ্চিত্র শাখায় অস্কার জিতলে কিংবা মনোনয়ন পেলে যেকোনও ছবির টিকিট বিক্রি বেড়ে যায়। টেনিস তারকা ভেনাস ও সেরেনা উইলিয়ামসের বাবার বায়োপিক ‘কিং রিচার্ড’-এর টিকিট বিক্রি গত মাসে এক লাফে ৪৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সেরা চলচ্চিত্র শাখায় মনোনীত হওয়ায় ‘ডুন’-এর টিকিট বিক্রি বেড়েছে ৩৮০ শতাংশ। সেরা অভিনেত্রী শাখায় জেসিকা চ্যাস্টেইন মনোনীত হওয়ার পর ‘দ্য আইস অব ট্যামি ফেই’ ছবির দর্শকসংখ্যা ৪২ শতাংশ বেড়েছে।

সাজানো হচ্ছে ডলবি থিয়েটারসাজানো হচ্ছে ডলবি থিয়েটারএদিকে যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলসের ওভেশন হলিউড এখন মুখর। অস্কার ভেন্যুর আশেপাশের রেস্তোরাঁ, দোকানপাট, হোটেল, ফ্যাশন হাউস ও সেলুনের আয় বেড়েছে। অসংখ্য পর্যটক লালগালিচা দেখতে জড়ো হয়েছেন। হলিউড মিউজিয়ামে দর্শনার্থীর সংখ্যা বেড়েছে।

ডলবি থিয়েটার থেকে হাঁটা দূরত্বে ঐতিহাসিক হলিউড রুজভেল্ট হোটেলে আয়োজন করা হয়েছে অস্কার নৈশভোজ। এটি উপভোগ করতে জনপ্রতি পড়ছে ৩০০ ডলার (২৬ হাজার টাকা)। এখানেই ১৯২৯ সালে প্রথম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category