আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সময় : সকাল ৮:২৭

বার : শুক্রবার

ঋতু : গ্রীষ্মকাল

মুজিবনগর বিশ্ববিদ্যালয় আইনের খসড়া অনুমোদন

মুজিবনগর বিশ্ববিদ্যালয় আইনের খসড়া অনুমোদন

মেহেরপুরে ‘মুজিবনগর বিশ্ববিদ্যালয়’ নামে একটি সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনে আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ‘মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর আইন-২০২২’ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে বিকালে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ‘অন্যান্য বিশ্ববিদ্যালয় আইনের মতো করেই নতুন আইনটি করা হচ্ছে। দেশের রাষ্ট্রপতি হবেন এই বিশ্ববিদ্যালয়ের আচার্য।’

তিনি আরও বলেন,‘স্বনামধন্য শিক্ষকদের মধ্য থেকে চার বছরের জন্য একজনকে উপাচার্য এবং দুই জনকে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হবে। উপাচার্য এবং দুই জন উপ-উপাচার্য, একজন কোষাধ্যক্ষ এবং একজন রেজিস্ট্রার দুই মেয়াদের বেশি ওই দায়িত্বে থাকতে পারবেন না।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রয়োজনে আচার্যের অনুমোদন নিয়ে তার স্নাতকদের উদ্যোক্তারূপে বিকাশে কারিগরি ও অন্যান্য সহয়তা দিতে অঙ্গীভূত প্রতিষ্ঠান ‘বিজনেস ইনকিউবেটর’ প্রতিষ্ঠা করতে পারবে। ডিপ্লোমা সার্টিফিকেটসহ যেসব কোর্সের চাহিদা বেশি থাকবে, সেসব কোর্স করাতে পারবে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাইলে প্রফেশনাল কোর্স করতে পারবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category