আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সময় : বিকাল ৩:৫৭

বার : বৃহস্পতিবার

ঋতু : গ্রীষ্মকাল

বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহ প্রকাশ

বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহ প্রকাশ

বাংলাদেশ ও যুক্তরাজ্য পরস্পরের মাঝে ব্যবসা ও বাণিজ্য বাড়ানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।

বুধবার (৩০ মার্চ) বিকালে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্রিটেনের সংসদ সদস্য এবং  সেদেশের প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক দূত রুশনারা আলী সৌজন্য সাক্ষাৎকালে উভয় দেশ এই আগ্রহ প্রকাশ করে।

বৈঠক শেষে  প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম সাংবাদিকদের একথা জানান।

প্রধানমন্ত্রী বাংলাদেশের রেলওয়ের উন্নয়নে ব্রিটিশ সরকারে সহযোগিতা কামনা করেন।

রুশনারা আলী এসময় যৌথ উদ্যোগে বাংলাদেশের বেসরকারি শিক্ষা খাতের উন্নয়নে সহায়তায় তার সরকারের আগ্রহের কথা জানান।

বহু বাংলাদেশি বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করতে আগ্রহী বলে তিনি প্রধানমন্ত্রীকে জানান।

এসময় প্রধান মন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ছাটের্টন ডিকসন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category