আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সময় : বিকাল ৫:৩৭

বার : শনিবার

ঋতু : গ্রীষ্মকাল

বিএসটিআইয়ের ভুয়া লোগো ব্যবহার করে লাচ্ছা সেমাই বিক্রি

বিএসটিআইয়ের ভুয়া লোগো ব্যবহার করে লাচ্ছা সেমাই বিক্রি

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় নামিদামি কোম্পানির প্যাকেট ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি করা হচ্ছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে এক সেমাই কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে সদর দক্ষিণ উপজেলার বারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের পরিদর্শক শহিদুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ মঙ্গলবার সন্ধ্যায়  বলেন, ‘নামিদামি কোম্পানির মোড়ক ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে কারখানার ছাদ ও উঠানসহ সর্বত্র শুকানো হচ্ছে সেমাই। যা পরে কুমিল্লার বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়। এছাড়া প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মুক্তা সেমাই কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনুমোদন না নিয়ে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করেছিল তারা। একই সঙ্গে বিএসটিআইয়ের বার কোড ব্যবহার করা ৩০০ কেজি মোড়ক জব্দ করা হয়েছে।’

তিনি বলেন, ‘স্পষ্ট ভাষায় অসাধু ব্যবসায়ীদের বলতে চাই যেকোনো অনিয়মের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category