আজ ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

সময় : সকাল ৯:৪৯

বার : মঙ্গলবার

ঋতু : শরৎকাল

সুখধ্বনি ছড়িয়েছে কথা-সুর-কণ্ঠেও (ভিডিও)

সুখধ্বনি ছড়িয়েছে কথা-সুর-কণ্ঠেও (ভিডিও)

মিলেছে পদ্মার দুই পাড়, সেখানে রঙগুলো মিলে মিশে হলো আজ (২৫ জুন) একাকার। অনেক দীর্ঘশ্বাস উবে গিয়ে উদ্বোধন হলো স্বপ্নের পদ্মা সেতু। গৌরবের এ সেতুটি ঘিরে সুখধ্বনি ছড়িয়েছে কথা-সুর-কণ্ঠেও। উল্লেখযোগ্য সৃষ্টিগুলো তুলে ধরা হলো এই আয়োজনে-

তুমি অবিচল দৃঢ়প্রতিজ্ঞ

এটিকে বলা হচ্ছে সেতুর থিম সং। কবির বকুলের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, রফিকুল আলম, কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদার, রেজওয়ানা চৌধুরী বন্যা ও মমতাজের মতো খ্যাতিমান শিল্পীরা। সুর সংগীত করেছেন কিশোর।

আমরাও পারি

জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী জুলফিকার রাসেলের কথায় ইবরার টিপুর সুরে পদ্মা সেতু নিয়ে গান ‘আমরাও পারি’। কণ্ঠ দিয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী ও ফাহমিদা নবী।

পদ্মা সেতুর বিজয়গাথা

মোকাম আলী খানের কথায় মিল্টন খন্দকারের সুরে তৈরি গানটি। এতে কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর, ঝিলিক, কোনাল, সাব্বির ও কিশোরসহ অনেকেই।

শত বাধা ভয়কে করে জয়

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে গানটি তৈরি। হাসান মতিউর রহমানের কথায় এর সুর ও সংগীত করেছেন ইমন চৌধুরী। গেয়েছেন মমতাজ।

আমার টাকায় আমার সেতু

কথা ইশতিয়াক আহমেদের আর সুর-সংগীতে আছেন ইমন চৌধুরী। গানটি গেয়েছেন অনিমেষ রায়, আর্নিক, অন্তরা মণ্ডল ও মাটি রহমান।

পদ্মা সেতু দেখা যায় ঐ

গানটির কথা ও সুর করেছেন মিল্টন খন্দকার। এটি গেয়েছেন ফকির শাহাবুদ্দিন, রন্টি দাস, চম্পা বণিক, মেহরাব, পলাশ ও স্বরলিপি। গানটি তৈরি করেছে বিটিভি।

শাবাশ বাংলাদেশ

সালমার গাওয়া এ গানটির কথা ও সুর শাহ আলম সরকার। সংগীতে আছেন রোহান রাজ।

পদ্মার বুকে পদ্মফুল

গানটি লিখেছেন বায়জীদ খুরশীদ রিয়াজ। আর সুর ও সংগীতে আছেন মকসুদ জামিল মিন্টু। কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী।

পদ্মা সেতু নয়রে শুধু

গানটি লিখেছেন হাসান মতিউর রহমান আর সুর ও সংগীতে আছেন আজাদ মিন্টু। এতে কণ্ঠ দিয়েছেন কিরণচন্দ্র রায়, ফকির শাহাবুদ্দিন, আবু বকর সিদ্দিক, মনির বাউলা, সোহাগ, চন্দনা মজুমদার, অনিমা গোমেজ মুক্তি, শাহনাজ বেলী, অংকন ও শারমিন

স্বপ্নের পদ্মা সেতু

ফেরদৌস হোসাইন ভুঁইয়ার কথায় এটির সুর ও সংগীত করেছেন আশরাফ বাবু। গেয়েছেন কামাল আহমেদ ও নাজু আখন্দ।

গর্বের পদ্মা সেতু

পদ্মা সেতুর উদ্বোধনকে সামনে রেখে গানটি তৈরি। ওমর ফারুক ফারহানের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ। সুর ও সংগীত পরিচালনায় রোহান রাজ।

পদ্মা সেতু

পদ্মা সেতু নিয়ে তৈরি বাংলাদেশ টেলিভিশনের আরও একটি গান এটি। কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর, কিশোর, কোনাল, রাজীব, সাব্বির জামান ও ঝিলিক। এ গানের কথা লিখেছেন মোকাম আলী খান। সুর ও সংগীত পরিচালনায় মিল্টন খন্দকার।

স্বপ্নের সেতু পদ্মা সেতু

শফিকুল ইসলাম বাহারের কথায় এর সুর ও সংগীত করেছেন উজ্জ্বল সিনহা। শিল্পী প্রিয়াংকা বিশ্বাস ও রাজিব।

সময় এসে শুনেছিল

এ গানটি লিখেছেন শফিকুল ইসলাম বাহার। সুর ও সংগীতে আছেন উজ্জ্বল সিনহা। গেয়েছেন রাশেদ ও ঝিলিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category