আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সময় : সকাল ৭:৫১

বার : বৃহস্পতিবার

ঋতু : গ্রীষ্মকাল

‘পাওয়ার হিটিং’ সমস্যা যেভাবে কাটিয়ে উঠতে পারে বাংলাদেশ

‘পাওয়ার হিটিং’ সমস্যা যেভাবে কাটিয়ে উঠতে পারে বাংলাদেশ

কুড়ি ওভারের ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স ভীষণ হতাশাজনক। দলে পাওয়ার হিটার না থাকায় ভুগতে হচ্ছে বেশি। ঠিক এই কারণে লাল-সবুজ জার্সিধারীরা সংক্ষিপ্ততম ফরম্যাটে এগুতে পারছেন না। তবে কীভাবে দ্রুত রান তুলতে হয়, তা নিয়ে ব্যাটারদের সঙ্গে কাজ করছেন ব্যাটিং কোচ জেমি সিডন্স। দৈহিক গড়নে পিছিয়ে থাকায় সিডন্স মনে করেন, ব্যাটারদের চার মারার দিকেই বেশি মনোযোগ দেওয়া উচিত।

এক প্রশ্নের জবাবে ব্যাটিং কোচ জেমি সিডন্স বলেছেন, ‘জাতি হিসেবে মনে হয় না আমাদের খুব দীর্ঘকায় গড়নের খেলোয়াড় রয়েছে। যেমন জস বাটলার ৬ ফুট ২ ইঞ্চি, বড় শরীর, গ্লেন ম্যাক্সওয়েলও ৬ ফুট ২। মার্কাস স্টয়নিসের বড়সর দৈহিক গড়ন। তাই আমাদের অন্য উপায় খুঁজতে হবে।’

বাংলাদেশ ১২৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। জয় ৪৪টিতে, হার ৭৯টি। দলীয় রানের দিকে তাকালেই বোঝা যায় পাওয়ার হিটিংয়ের সমস্যার কথা। ১৮০ এর বেশি রান হয়েছে মাত্র ১১ বার; দুইশর বেশি মাত্র তিনবার। পাওয়ার হিটিংয়ের সমস্যা নিয়ে সিডন্স বলেছেন, ‘আমরা দৈহিক গড়নে অন্য দলগুলোকে পেছনে ফেলতে পারবো না। আমার মতে, আমাদের বোলিং বিভাগ খুব ভালো। ফলে মনে হয় না অনেক বেশি রান করতে হবে। বোর্ডে একটা ভালো সংগ্রহ দাঁড় করাতে হবে। সিঙ্গেল অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে পাওয়ার হিটিং অবশ্যই টি-টোয়েন্টি ম্যাচ জেতায়। যত বেশি বাউন্ডারি, তত বেশি ম্যাচ জেতা যায়। তাই আমাদের এখনও পাওয়ার হিটিংয়ে মনোযোগ দিতে হবে, ভালো ক্রিকেট খেলতে হবে। অনেক চার মারতে হবে… আপনি জানেন এটি (চার মারা) অনেকগুলো ছক্কা মারার মতোই।’

ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হচ্ছে সাকিবদের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন। উইন্ডিজ থেকে ফিরে জিম্বাবুয়ে যাবে দল। সেই সফরে বাংলাদেশ ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এছাড়া আগস্ট-সেপ্টেম্বরে আছে এশিয়া কাপও। বিশ্বকাপের আগে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে নিউজিল্যান্ডেও পাকিস্তানসহ একটি ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। এরপর নিউজিল্যান্ড থেকে উড়ে যাবে বিশ্বকাপ ভেন্যু অস্ট্রেলিয়া।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে উইন্ডিজসহ চারটি সিরিজ পাচ্ছেন সিডন্স। এই সিরিজগুলো দিয়েই বিশ্বকাপের দল গড়ার কাজটা করে ফেলতে চান তিনি, ‘আমাদের টি-টোয়েন্টি দলে বেশ কয়েকজন নতুন খেলোয়াড়। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার জন্য বা বিশ্বকাপে ভালো খেলার জন্য একটি ভালো টি-টোয়েন্টি দল গড়ার চেষ্টা করছি। এছাড়া এশিয়া কাপও রয়েছে। এখানে তিনটি ম্যাচ, এশিয়া কাপেও কিছু ম্যাচ পাবো। আশা করছি, বিশ্বকাপের জন্য আমরা যথাযথ প্রস্তুতি নিতে পারবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category