আজ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সময় : দুপুর ১:২০

বার : বৃহস্পতিবার

ঋতু : গ্রীষ্মকাল

বাজেটে ক্ষুদ্র খামারি ও শ্রমিকদের জন্য বরাদ্দ নেই: জাফরুল্লাহ

বাজেটে ক্ষুদ্র খামারি ও শ্রমিকদের জন্য বরাদ্দ নেই: জাফরুল্লাহ

বাজেট নিয়ে গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘আজকে প্রধানমন্ত্রী আমাদের বোকা বানাচ্ছেন। একটা বাজেট করেছেন, সেখানে কীভাবে গণতন্ত্র আসবে, সে বিষয়ে কিছু বলা নেই। কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে তার কিছুই বলা নেই। উনারা দেশটা দখল করে রাখবেন। প্রতিটা ক্ষেত্রে ভুল। এখানে ক্ষুদ্র খামারি-শ্রমিকদের জন্য কোনও বরাদ্দ নেই।’

বৃহস্পতিবার (৩০ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বন্যা, খরা ও পরিবেশ বিপর্যয় রোধে সরকারের ব্যর্থতা ও উদাসীনতার’ প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। গণঅধিকার পরিষদ এ সমাবেশের আয়োজন করে।

তিনি বলেন, ‘তার চাইতেও বড় কথা, বাংলাদেশে ১২-১৩ লাখ রোহিঙ্গা এসেছিল। এখন হয়ে গেছে ২৫ লাখ। আগামী ১০ বছরে এটা আরও বাড়বে। কিন্তু তাদের জন্য বাজেটে কোনও বরাদ্দ নেই। পরাষ্ট্র মন্ত্রণালয়ে বরাদ্দ কমেছে।’

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘গজল ডোবার সব স্লুইচ গেট আমাদের না জানিয়ে অতর্কিত খুলে দেওয়া হয়েছে। এটা একটা রাজনৈতিক অপরাধ। আন্তর্জাতিক অপরাধ।’

গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘আইন বিভাগে আইন নেই। আলেমদের জামিন নেই। তাই আইন বিভাগে বাজেট কেটে দিয়েছে। কারণ যে বিচারপতিদের কোমরে জোর নেই, মেরুদণ্ড সোজা না, তাদের পয়সা দিয়ে রেখে লাভ কী।’

জনগণের অধিকার ফেরত পেতে রাজপথ দখল করে সরকারকে বাধ্য করতে হবে মন্তব্য করে ডা. জাফরুল্লাহ বলেন, ‘আমাদের অধিকার ফেরত দিতে বাংলাদেশকে ১৫ থেকে ১৭টা প্রদেশে ভাগ করতে হবে। তাহলে দেখা যাবে, এখানে যারা উপস্থিত আছে, তাদেরও দু’-একজন মুখ্যমন্ত্রী হয়ে যাবে। তারা মুখ্যমন্ত্রী হলে নতুনত্ব দেবে। সততা আনবে, উদাহরণ সৃষ্টি করবে। ঘুষ কমাবে, দুর্নীতি কমাবে। তোমরাই আমাদের ভবিষ্যৎ। তোমাদের এই ভবিষ্যতের বিজয় পথে আমি তোমাদের সঙ্গে আছি।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, যুগ্ম-আহ্বায়ক রাশেদ খানসহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category