আজ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সময় : রাত ৮:২৮

বার : রবিবার

ঋতু : গ্রীষ্মকাল

ঢাকার প্রবেশমুখে ‘শান্তিপূর্ণ অবস্থান’ কর্মসূচি দিলো বিএনপি

ঢাকার প্রবেশমুখে ‘শান্তিপূর্ণ অবস্থান’ কর্মসূচি দিলো বিএনপি

শনিবার (২৯ জুলাই) ঢাকার সব প্রবেশমুখে ‘শান্তিপূর্ণ অবস্থান’ কর্মসূচি ডেকেছে বিএনপি। এদিন ঢাকা শহরের সব গুরুত্বপূর্ণ প্রবেশমুখে সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে দলটি। বিএনপির সঙ্গে একযোগে এই কর্মসূচি পালন করবে যুগপতে যুক্ত ৩৬টি দল ও বিভিন্ক্বা র (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর নয়া পল্টনে আয়োজিত ‘মহাসমাবেশে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা করেন। শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে এই মহাসমাবেশ হয়েছে। ৩১ দফার ভিত্তিতে এই কর্মসূচি দেওয়া হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।

363413174_1600875596987656_230117976490012595_n

নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ছবি: নাসিরুল ইসলাম)

সন্ধ্যা ৬টার সামান্য আগে বক্তব্য শুরু করেন মির্জা ফখরুল। বক্তব্যের শুরুতে তিনি তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিভিন্ন অবদানের কথা উল্লেখ করেন।

363807976_2439454552894931_1055215530324324169_n

বিএনপির মহাসমাবেশ (ছবি)

কর্মসূচি নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচি আমাদের। আমরা আশা করবো প্রশাসন শান্তিপূর্ণভাবে পালন করতে দিয়ে সাংবিধানিক দায়িত্ব পালন করবে।’

শনিবার ছুটির দিন হলেও সব দলকে নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবো, বলেন ফখরুল। তিনি উল্লেখ করেন, ‘এই সমাবেশ পরিবর্তনের মাইলফলকের সমাবেশ।’

১২৩৪

নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশ (ছবি: নাসিরুল ইসলাম)

বিচার বিভাগ, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর দলীয়করণ হয়েছে বলে অভিযোগ করেন ফখরুল। প্রশাসনের উদ্দেশে ফখরুল বলেন, ‘দলীয় সরকারের বেআইনি আদেশে জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন না। আমরা জানি, এই দেশের জন্য আপনার কল্যাণ চান। নিয়ম মতো আইনের অধীনে কাজ করার আহ্বান জানান ফখরুল।

363850553_1702320586883401_923441555648531559_n

বিএনপির মহাসমাবেশ (ছবি: নাসিরুল ইসলাম)

তিনি বলেন, ‘বেআইনি গ্রেফতার ও হয়রানি বন্ধ করে কারাগারে আটকদের ছেড়ে দিন। আমাদের খালেদা জিয়াকে মুক্তি দিন। মিথ্যা মামলা প্রত্যাহার করুন। ভালো চাইলে একদফা দাবি মেনে নিয়ে পদত্যাগ করুন।’

গত ১৪ বছরে ১০০ বিলিয়ন ডলার বাইরে পাচার হয়ে গেছে, বলে অভিযোগ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category