আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সময় : দুপুর ২:৩৩

বার : শনিবার

ঋতু : গ্রীষ্মকাল

কয়লা সঙ্কটে ফের বন্ধ হলো রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

কয়লা সঙ্কটে ফের বন্ধ হলো রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

 কয়লা সঙ্কটের কারণে আবার বন্ধ হয়ে গেল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

কয়লা সঙ্কটের কারণে আবার বন্ধ হয়ে গেল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি

কয়লা সঙ্কটে ফের বন্ধ হয়ে গেল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন।

রোববার (৩০শে জুলাই) ভোরে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কয়লা সঙ্কটের কারণে ভোর সাড়ে ৩টায় প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। কয়লা আমদানির জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

৮ই আগস্ট কয়লা এলে কেন্দ্রটি ফের উৎপাদনে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে টারবাইন ত্রুটির কারণে গত রোববার (১৬ই জুলাই) বন্ধ হয়ে যায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ উৎপাদনের ঘূর্ণায়মান যন্ত্র (টারবাইন) মেরামত শেষে বৃহস্পতিবার (২০শে জুলাই) দুপুরে উৎপাদন শুরু হয়।

এর আগে গত বছরের ১৭ই ডিসেম্বর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি চালু হওয়ার পর সাত মাসে পাঁচ বার বন্ধ হয়েছে। উৎপাদন শুরুর পর প্রথম ১৪ই জানুয়ারি, এরপর ১৫ই এপ্রিল, ২৩শে এপ্রিল, ৩০শে জুন ও ১৬ই জুলাই বন্ধ হয় এ বিদ্যুৎ কেন্দ্রটি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category