আজ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সময় : দুপুর ২:৫৬

বার : মঙ্গলবার

ঋতু : গ্রীষ্মকাল

গ্রেনেড হামলা আ.লীগের সাজানো নাটক : ফখরুল

গ্রেনেড হামলা আ.লীগের সাজানো নাটক : ফখরুল

 মির্জা ফখরুল ইসলাম আলমগীর : ফাইল ছবি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর : ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি

‘একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনা আওয়ামী লীগের সাজানো নাটক’ দাবি করে এই ঘটনার আরও সঠিক তদন্ত চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ আওয়ামী লীগের সাজানো নাটক। তারা যেখানে সভা করতে চেয়েছিল সেখানে করেনি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারেক রহমানসহ বিএনপি নেতাদের নাম জড়ানো হয়েছে। একুশে আগস্টের ঘটনায় তো পুরো তদন্তের কোথাও তারেক রহমানের নাম উল্লেখ ছিল না।’

সোমবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

একুশে আগস্ট গ্রেনেড হামলা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘তদন্ত কর্মকর্তা আবুল কাহার আকন্দ, যিনি পরে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন, তার তদন্তেও তারেক রহমানের নাম উল্লেখ ছিল না। একমাত্র মুফতি হান্নানকে ৪৫ দিন আটকে রেখে জোর করে জবানবন্দি নেওয়া হয়। তবে তিনি যেন আদালতে গিয়ে কোনও কিছু বলতে না পারেন, সেজন্য অন্য মামলায় তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সুতরাং এখানে তারেক রহমান, আব্দুস সালাম পিন্টু ও লুৎফুজ্জামান বাবর কেউই জড়িত নন।’

তিনি বলেন, ‘বারবার বিএনপির ওপর আঘাত এসেছে। বহু ষড়যন্ত্র চলছে। দলকে ভেঙে ফেলা ও ধ্বংস করার ষড়যন্ত্র হয়েছে। কিন্তু বিএনপির অগ্রযাত্রা থামানো যায়নি। কারণ, বিএনপি হলো স্রোতস্বিনী ও প্রবহমান নদী। এখানে কেউ এসেছে, কেউ চলে গেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category