আজ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সময় : রাত ২:৫৪

বার : রবিবার

ঋতু : গ্রীষ্মকাল

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে অবিলম্বে পদত্যাগের দাবি ইউএলএফ-এর

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে অবিলম্বে পদত্যাগের দাবি ইউএলএফ-এর

 ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট আয়োজিত বিক্ষোভ সমাবেশ

ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট আয়োজিত বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনকে ডামি নির্বাচন আখ্যায়িত করে এটি বাতিলের দাবি জানিয়েছে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট (ইউএলএফ)।

বুধবার (১০ জানুয়ারি) সংগঠনটির উদ্যোগে সুপ্রিমকোর্টে আয়োজিত আইনজীবীদের এক বিক্ষোভ সমাবেশে এই দাবি জানানো হয়।

বিক্ষোভ সমাবেশ থেকে এই নির্বাচনকে একতরফা, ডামি ও জনগনের সাথে প্রহসন দাবি করে অবিলম্বে প্রধানমন্ত্রীর পদত্যাগের আহ্বান জানান বক্তারা।

ইউএলএফ’র সুপ্রিম কোর্ট ইউনিটের আহ্বায়ক এডভোকেট শাহ আহমেদ বাদলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ইউএলএফ’র আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট জয়নুল আবেদীন, ইউএলএফ’র কো-কনভেনর এডভোকেট সুব্রত চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, ইউএলএফ’র সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্য সচিব এডভোকেট মোহাম্মদ আলী, সমন্বয়ক এডভোকেট সৈয়দ মামুন মাহবুব।

দ্রুত কঠোর কর্মসূচি দেয়ার আহ্বান জানিয়ে সংগঠনের নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে। আর বসে থাকার সময় নেই। জনগণ গত ৭ই জানুয়ারি নির্বাচনে ভোট না দিয়ে সরকারকে লাল কার্ড দেখিয়ে দিয়েছেন।

গাজী কামরুল ইসলাম সজল বলেন, ডামি নির্বাচন বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, আমরা ঘরে ফিরবো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category