আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

সময় : দুপুর ১২:৩৯

বার : শনিবার

ঋতু : বর্ষাকাল

আটলান্টায় বার্কমার স্কুল মাতাতে আসছে সোলস!

আটলান্টায় বার্কমার স্কুল মাতাতে আসছে সোলস!

আমেরিকা জর্জিয়া আটলান্টার বের্কমার
হাইস্কুলে দর্শক মাতাতে আসছে “সোলস”।
আগামী ৯ জুন রবিবার সন্ধ্যা ছয়টা থেকে অনুষ্ঠানটির শুরু হতে যাচ্ছে।
————–

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড সোলস। স্বাধীনতার পরবর্তী দেশ তখন সবদিক দিয়েই অস্থিরতার ভেতর দিয়ে যাচ্ছে, শিল্প-সাহিত্য-সংগীতে ও অচলাবস্থা।
সেসময় চট্টগ্রামের কয়েকজন গানপাগল তরুণ সাজিদ, জিলু, নেওয়াজ, রনি বড়ুয়া ও তাজুল মিলে গানের দল গঠন করে যাবতীয় অচলাবস্থাকে পাশ কাটাতে চাইলেন।

প্রথমে ‘সুরেলা’ নামের একটি ব্যান্ড দল গঠন করেন তারা। চট্টগ্রামের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে শুরু করে ব্যান্ডটি।
একপর্যায়ে তারা বুঝতে পারে, ধ্যানধারণা পাল্টাতে হবে, হতে হবে বৈশ্বিক। এ ভাবনা থেকেই সুরেলা ব্যান্ডকে ‘সোলস’ রূপান্তরিত করা হয়। ১৯৭৩ সাল থেকে ব্যান্ডটি যাত্রা শুরু করে। এরইমধ্যে গানে গানে ৫০ বছর পার করছে এ ব্যান্ডদল সোলসের কিছু জনপ্রিয় গানের মধ্যে রয়েছে-
‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’ অথবা ‘এই মুখরিত জীবনের চলার পথে’ ইত্যাদি।
এ দিকে এই প্রোগ্রামটি কয়েকটি সংগঠন এর মাধ্যমে হতে যাচ্ছে এবং এর দায়িত্বে যারা রয়েছেন নাহিদুল খান সাহেল, কাজী নাহিদ, এম মওলা দিলু, ডিউক খান, মাহবুবুর ভূঁইয়া এবং আরেফিন বাবুল!


এ প্রোগ্রাম এ তিন ধরণের টিকেট এর ব্যবস্থা করা হয়েছে ভি-আইপিপি, ভি আইপি, এবং সাধারণ টিকেট যা বিস্তারিত পোস্টার এ বিদ্যমান রয়েছে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category