আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

সময় : দুপুর ১২:৪৯

বার : শনিবার

ঋতু : বর্ষাকাল

ষষ্ঠ দফায় ভারতে ভোট পড়ল ৫৯ শতাংশ।

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ষষ্ঠ ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। এ ধাপে ৭টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮ আসনে ভোট হয়। স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এ সময়ে ভোট পড়েছে ৫৯ দশমিক ১২ শতাংশ।

দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। সেখানে ভোটদানের হার ৭৮ শতাংশ।

এছাড়া বিহারে ৫৩ দশমিক ১৯ শতাংশ এবং উত্তর প্রদেশে ৫৪ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন কমিশন বলছে, ভোটার অ্যাপে আপডেট করায় ভোটদানের কিছুটা ধীরগতি হয়েছে।

ষষ্ঠ ধাপে রাজধানী দিল্লির ৭ আসনের সবগুলোতেই ভোট নেওয়া হয়েছে। এছাড়া উত্তরপ্রদেশের ১৪টি, হরিয়ানার ১০টি, পশ্চিমবঙ্গের ৮টি, বিহারের ৮টি, ঝাড়খণ্ডের ৪টি, ওড়িশার ৬টি এবং জম্মু-কাশ্মীরের ১টি আসনে ভোট প্রদান করেছেন ভোটারা।

নয়া দিল্লিতে ভোট দিয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। স্ত্রীকে সাথে নিয়ে ভোট দেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এদিকে, দিল্লির কয়েকটি কেন্দ্রে ইন্ডিয়া জোটের পোলিং এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন কংগ্রেস প্রার্থী উদিত রাজ।

কাশ্মীরে পিডিপির পোলিং এজেন্টদের আটকের প্রতিবাদে, পুলিশ স্টেশনের সামনে বিক্ষোভ করেন রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। আর পশ্চিমবঙ্গে পরস্পরের কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলেছে বিজেপি ও তৃণমূল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category