আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

সময় : সকাল ৬:২৫

বার : শনিবার

ঋতু : বর্ষাকাল

৮৭ উপজেলায় ভোটগ্রহণ চলছে তৃতীয় ধাপে।

ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় শুরু হয়েছে ভোটগ্রহণ। সকাল ৮টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। তৃতীয় ধাপে ১০৯টি উপজেলায় নির্বাচনের প্রস্তুতি নেয় নির্বাচন কমিশন। তবে ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতির কারণে স্থগিত করা হয়েছে ২২ উপজেলার ভোট।

এই ধাপে ভোটার ২ কোটির ওপরে। এর মধ্যে ১৬টি উপজেলায় ইভিএমে এবং বাকিগুলোতে হচ্ছে ব্যালট পেপারে ভোট। নির্বাচন কমিশন জানিয়েছে, এ ধাপে প্রায় ৫৮ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকছে। সাথে থাকছে লক্ষাধিক আনসার সদস্য। এ ধাপে এরই মধ্যে বিভিন্ন পদে ১২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর জানান, এক শতাংশ ভোট পড়লেও তা গ্রহণ করবে ইসি। ভোটের হার বেশি দেখানোর সুযোগ নেই।

প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোট হয় ৮ মে। এসব উপজেলায় ভোটের হার ছিল প্রায় ৩৬ শতাংশ। ২১ মে দ্বিতীয় ধাপে ভোট পড়ে ৩৮ ভাগ। চতুর্থ ধাপে ভোটগ্রহণ ৫ জুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category