আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

সময় : দুপুর ১:৪৬

বার : শনিবার

ঋতু : বর্ষাকাল

নীতীশ ২টি, নাইডু পাচ্ছেন ৪ মন্ত্রণালয়!

ভারতে নতুন সরকার গঠন করতে যাচ্ছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জোট। তাতে প্রধানমন্ত্রী হচ্ছেন বিজেপি নেতা নরেন্দ্র মোদি। সম্প্রতি ঘোষিত লোকসভা নির্বাচনের ফলে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোটসঙ্গীদের ওপর নির্ভর করতে হয়েছে মোদিকে। এবার সেই জোটসঙ্গীদের মন্ত্রিসভায় জায়গা দিতে হচ্ছে বিজেপিকে।বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, এনডিএ জোটের চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি (পিডিপি) মোদির মন্ত্রিসভায় চারটি মন্ত্রণালয় পেতে পারেন। আর নীতীশ কুমারের জনতা দল (জেডিইউ) পেতে পারে দুটি মন্ত্রণালয়। এনডিএর এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সূত্র বলছে, লোকসভা নির্বাচনে অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি (পিডিপি) পেয়েছে ১৬টি আসন। তিনি পার্লামেন্টের স্পিকারের পদ দাবি করেছেন। তবে এর বাইরে এই দুই নেতা কোন কোন মন্ত্রণালয় দাবি করেছেন, তা জানা যায়নি। গত মঙ্গলবার ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করে ভারতের নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বিজেপি এককভাবে ২৪০টি আসনে জয় পেয়েছে। আর জোটগতভাবে এনডিএ পেয়েছে ২৯২টি আসন। অন্যদিকে কংগ্রেস এককভাবে পেয়েছে ৯৯টি আসন। আর জোটগতভাবে ইন্ডিয়া পেয়েছে ২৩২টি আসন। সরকার গঠনের জন্য এবারের নির্বাচনে ম্যাজিক ফিগার ২৭২টি আসন পায়নি বিজেপি। তাই সরকার গঠনের জন্য জোটের পথেই হাঁটতে হচ্ছে। এমন সময়ে খবর ছড়ায়, নীতিশ ও নাইডুর সঙ্গে যোগাযোগ করছে ইন্ডিয়া জোট। পরে জানা যায়, এই দুই নেতা এনডিএ জোটের সঙ্গেই থাকছেন। তাতে সরকার গঠন সহজ হয় মোদির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category