আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

সময় : দুপুর ১২:২৮

বার : শনিবার

ঋতু : বর্ষাকাল

রাঘব-বোয়ালদের লুটপাটের সুযোগ করে দেয়া হয়েছে বাজেটে: ফখরুল

কালো টাকা সাদা করার সুযোগ দুর্বৃত্তদের জন্য টোপ-ওবায়দুল কাদেরের এমন বক্তব্য হাস্যকর বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, `প্রস্তাবিত বাজেটে রাঘব-বোয়ালদের লুটপাটের সুযোগ করে দেয়া হয়েছে।’

শনিবার সকালে প্রেসক্লাবে সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবাষির্কী উপলক্ষে জেএসডি’র আলোচনা সভায় একথা বলেন তিনি।এ সময় সিরাজুল আলম খানের স্মৃতি চারণ করে মির্জা ফখরুল বলেন, ‘তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামের চালিকা শক্তি। তাঁর অবদান যারা অস্বীকার করতে চায়, তারা আসলে দেশের স্বাধীনতাকেই অস্বীকার করতে চায়।

কালোটাকা সাদা করার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘কালোটাকা সাদা করার বিষয়ে সরকার বলছে মাছ ধরতে গেলে আদার দিতে হবে। সরকার নিজেরাই তো চুরি-দুর্নীতির সঙ্গে জড়িত।’ফখরুল আরও বলেন, ‘তারাই তো রাঘব-বোয়ালদের সঙ্গে আছে। সরকারের দেয়া এই বাজেট রাঘব-বোয়ালদের লুট করার সুযোগ তৈরি করে দেবে। এসব কথা বলে ধোঁয়াশা তৈরি করে বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না সরকার।’

গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে ফখরুল বলেন, ‘যুগপৎ আন্দোলন মূলত ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন। দোষত্রুটি ভুলে গিয়ে একসঙ্গে হয়ে, একজোট হয়ে আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটাতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category