আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

সময় : সকাল ৯:৩৪

বার : শনিবার

ঋতু : বর্ষাকাল

যা বললেন আফ্রিকান অধিনায়ক বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে।

শ্রীলঙ্কা ম্যাচে জয়ের সুখস্মৃতির রেশ না কাটতেই দক্ষিণ আফ্রিকা ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। ডি গ্রুপে বড় প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশ এখন অবস্থান করছে নিউইয়র্কে। ম্যাচের আগের দিন নিয়ম মেনে অনুষ্ঠিত হয়েছে সংবাদ সম্মেলন। তাতে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম জানালেন, বাংলাদেশের সমর্থকদের চুপ করিয়ে দিতে চান তিনি।ম্যাচের আগের দিন দর্শকদের প্রসঙ্গ এনে মার্করাম বললেন, ‘দর্শকরা যাদের বেশি সমর্থন দেয় তারা ম্যাচের মোমেন্টাম পেয়ে যায়। তারা যদি চুপ থাকে তার মানে আমরা ভালো করছি। আমরা ভালো খেলতে চাই এবং যতটা সম্ভব তাদের চুপ করিয়ে রাখতে চাই।’

সংবাদ সম্মেলনে এইডেন মার্করাম বলেন, ‘আমি নিশ্চিত, এখানে বাংলাদেশের অনেক সমর্থক থাকবে। আমরা এটা লম্বা সময় ধরেই করে আসছি। বাউন্ডারি লাইনের ভেতরে কী হচ্ছে আমাদের মনোযোগ সেদিকেই।’তবে দক্ষিণ আফ্রিকান দর্শকদের সমর্থন নিয়ে আশাবাদী মার্করাম, ‘এখানে আমাদের এত সমর্থক আসবে, এটা সম্ভবত আমি আশা করিনি। দেখে খুব ভালো লেগেছে। আশেপাশে অনেক দক্ষিণ আফ্রিকান থাকে। তাদের খেলা দেখতে আসাটা ভিন্ন ধরনের বিনোদন। এখানে হয়তো অনেক চার বা ছক্কা হচ্ছে না, কিন্তু আমরা তাদের প্রতিনিধিত্ব করছি। সমর্থকদের এখানে আসাটা দারুণ ব্যাপার।’ তবে, বাংলাদেশকে শক্ত দল হিসেবেই মানছেন তিনি, ‘যে ধরনের কন্ডিশন, আর বাংলাদেশ খুবই শক্তিশালী দল। আমাদের জন্য সত্যিকারের চ্যালেঞ্জ হবে। এটার দিকেই তাকিয়ে আছি। ’

এই মাঠে দুই ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা। সেই এডভান্টেজ নিতে আগ্রহী মার্করাম, ‘সৌভাগ্যবশত আমরা এখানে দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছি। আশা করি এটা আমাদের আরও পরিষ্কার পরিকল্পনা করতে সাহায্য করবে। আমরা ব্যাটিংয়ের দিক থেকে পরিকল্পনা করতে পারবো কীভাবে ১৪০ রান করা যায় প্রথমে ব্যাট করলে, আগে বল করলে সবই বোলারদের ওপর। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category