গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম আয়োজক ছিল আমেরিকা, যেখানে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে ভারতীয় দলকে হোটেলেই বন্দি থাকতে হয়েছিল দু’দিন। অবশেষে এই ঘটনা নিয়ে মুখ খুললেন বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা। জিয়োহটস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিত বলেন, “ভারত-পাকিস্তান ম্যাচের আগে শুনেছিলাম কোথাও থেকে হুমকি এসেছে। কিছু একটা হচ্ছিল। ম্যাচের দু’দিন আগে আমাদের হোটেল ছেড়ে বাইরে যাওয়ার অনুমতি ছিল না। ঘরে বসেই খাবার খেতাম আমরা। গোটা হোটেলে এত লোক ছিল যে, ঘরের বাইরেও বের হতে পারতাম না। সমর্থক, সংবাদমাধ্যম, সকলেই ছিল হোটেলে। বুঝতে পারছিলাম ভারত-পাকিস্তান ম্যাচটা বাকি সব ম্যাচের থেকে আলাদা।” রোহিত সম্প্রতি টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং এখন তিনি কেবল ওয়ান ডে ফরম্যাটে ভারতের হয়ে খেলবেন। তাঁর নেতৃত্বেই ভারত জিতেছে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফি। স্টেডিয়ামে পৌঁছানোর সময়ের অভিজ্ঞতা সম্পর্কে রোহিত বলেন, “আমরা যত স্টেডিয়ামের কাছে যাচ্ছিলাম, তত উৎসব দেখছিলাম। ভারত এবং পাকিস্তানের সমর্থকেরা নাচছেন। আমরা বহু ভারত-পাকিস্তান ম্যাচ খেলেছি, কিন্তু ম্যাচের আগে সমর্থকদের যে উত্তেজনা, সেটার সঙ্গে অন্য কোনও কিছুর তুলনা করা সম্ভব নয়।” বর্তমানে ক্রিকেট থেকে কিছুটা বিশ্রামে রয়েছেন রোহিত। তিনি স্ত্রী রীতিকা সাজদেহকে নিয়ে ইতালির মিলানে ঘুরে বেড়াচ্ছেন। তবে তিনি আবার মাঠে ফিরবেন এবং আগস্টে বাংলাদেশের সঙ্গে ওয়ান ডে সিরিজে ভারতের হয়ে খেলবেন। অন্যদিকে, ভারতীয় দল এখন ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলছে, যার নেতৃত্ব দিচ্ছেন শুভমন গিল। রোহিতের এই অভিজ্ঞতা ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনা এবং চাপের চিত্র তুলে ধরে, যা ক্রিকেটের ইতিহাসে একটি বিশেষ স্থান অধিকার করে।