বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক জসীমের সন্তান এ কে রাতুল মারা গেছেন। পেশায় একজন সংগীতশিল্পী, রাতুল ‘ওনড’ ব্যান্ডের ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে পরিচিত ছিলেন। গতকাল উত্তরার একটি জিমে হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হলে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে লুবানা হাসপাতালে স্থানান্তর করা হয়, কিন্তু সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। রাতুলের আকস্মিক প্রয়াণে দেশের সংগীতপ্রেমীরা শোকস্তব্ধ হয়ে পড়েছেন। সংগীতাঙ্গনের অনেক তারকা, যেমন গায়ক রবি চৌধুরী, বাপ্পা মজুমদার, অর্ণবসহ বিভিন্ন ব্যান্ড দল যেমন আর্ক ও চিরকুট শোক প্রকাশ করেছেন। রাতুলের মৃত্যু দেশের সংগীতাঙ্গনে একটি বড় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে। আজ সোমবার (২৮ জুলাই) রাতুলকে তার বাবার কবরেই সমাহিত করা হবে। জানা গেছে, সোমবার সকালে বনানী কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে। এর আগে আজ বাদ মাগরিব উত্তরা ৭ নম্বর সেক্টরের পার্ক মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। রাতুল ছিলেন এক বহুমাত্রিক প্রতিভা। ২০১৪ সালে তার ব্যান্ড ‘ওনড’-এর প্রথম অ্যালবাম ‘ওয়ান’ এবং ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ প্রকাশিত হয়। ২০২১ সালে তার ইপি ‘এইটিন’ শ্রোতাদের মাঝে দারুণ প্রশংসিত হয়। তিনি শুধু নিজের ব্যান্ডেই নয়, অন্যান্য দলেও সক্রিয় অংশগ্রহণ করেছেন। অর্থহীনের ‘ফিনিক্সের ডায়েরি–১’ অ্যালবামের সাউন্ড প্রোডাকশনের দায়িত্ব পালন ছাড়াও ‘ট্রেনরেক’ ও ‘পরাহো’ ব্যান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন। রাতুলের বড় ভাই এ কে সামী একজন ড্রামার, এবং তার মৃত্যু সংগীতাঙ্গনে একটি শূন্যতা সৃষ্টি করেছে যা সহজে পূরণ হবে না।