এশিয়া কাপের আগে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশ দারুণ সাফল্যের স্বাদ পেল সিলেটে। নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটের বিশাল জয় নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো লিটন দাসের দল।
সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে ডাচরা। পাওয়ার প্লেতেই তিন উইকেট হারায় তারা। এরপর নাসুম আহমেদের ঘূর্ণি, তাসকিন আহমেদের গতি এবং মোস্তাফিজের কাটারের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে নেদারল্যান্ডসের ব্যাটিং লাইনআপ।
তাদের পক্ষে বিক্রমজিৎ সিং (২৪), শারিজ আহমেদ (১২) এবং আরিয়ান দত্ত (৩০) কিছুটা প্রতিরোধ গড়লেও বাকিরা ছিলেন নিষ্প্রভ। শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে ১০৩ রানে অলআউট হয় সফরকারীরা।
বাংলাদেশের বোলারদের দাপট ছিল চোখে পড়ার মতো—নাসুম আহমেদ নেন ৩ উইকেট, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান শিকার করেন ২টি করে উইকেট, আর মেহেদি হাসান মিরাজ ও তানজিম হাসান সাকিব নেন একটি করে উইকেট।
মাত্র ১০৪ রানের লক্ষ্য তাড়ায় নামা বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। দুজনে মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন ৪০ রান। ইমন ২১ বলে ২৩ রান করে বিদায় নিলেও, তামিম দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
অধিনায়ক লিটন দাসকে সঙ্গে নিয়ে তামিম ১৪তম ওভারের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচটি শেষ করেন। তামিম ৪০ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন, আর লিটন অপরাজিত ছিলেন ১৮ বলে ১৮ রানে।
বাংলাদেশ জয় পায় ৪১ বল হাতে রেখে, যা বড় কোনো প্রতিদ্বন্দ্বিতার সুযোগই দেয়নি প্রতিপক্ষকে। এই জয় নিঃসন্দেহে এশিয়া কাপের আগে দলের আত্মবিশ্বাসে নতুন রঙ ছড়াবে।